সামনে ২১ এর বিধানসভা ভোট। সেই ভোটের আগে অবশেষে ঘরে ফিরতে চলেছেন সিপিএম নেতা সুশান্ত ঘোষ। অবশেষে অবসর নিয়ে নিজের এলাকায় ফিরে আসতে চলেছেন সিপিএম নেতা। এইবার ভোটের আগে সুশান্তকে নিয়ে তাদের আগের স্থান ফিরে পেতে চাইবে সিপিএম নেতৃত্ব। ইতিমধ্যেই তাকে ফিরিয়ে নিতে শুরু হয়েছে পার্টি অফিস সাজানো।
সিপিএম নেতা সুশান্ত ঘোষ যাবেন কলকাতা থেকে পশ্চিম মেদিনীপুরের গড়বেতায়। সেখানে ৬ বার বিধায়ক হয়েছিলেন বাম নেতা সুশান্ত ঘোষ। সুশান্তকে স্বাগত জানাতে ইতিমধ্যেই ময়দানে নেমে গিয়েছেন বাম নেতা-কর্মীরা। সাজানো হচ্ছে ২০০৫ সাল থেকে চন্দ্রকোনা এলাকায় পড়ে থাকা পরিত্যক্ত সিপিএম পার্টি অফিসগুলি। নতুন করে রঙ করা হচ্ছে পার্টি অফিসগুলিকে। সংস্কার করা হচ্ছে সেইগুলিকে। এছাড়া তার ফেরার খুশিতে গড়বেতাতেও নতুন করে সাজানো হচ্ছে সিপিএম পার্টি অফিসগুলিকে।
প্রসঙ্গত উল্লেখ্য, ২০১১ সালে ‘বেনাচাপড়া কঙ্কাল কাণ্ড’- নাম জড়িয়ে পড়েছিল তার। সেই কারণেই বহুদিন হাজতবাস করতে হয় নেতাকে। সম্প্রতি ওই মামলা থেকে জামিন পেয়েছেন ছয় বারের বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী সুশান্ত ঘোষ। কিন্তু এতদিন বিধানসভা কেন্দ্রে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি তাকে। অবশেষে এইবার তার নিজের এলাকায় যাওয়ার অনুমতি দিয়েছে শীর্ষ আদালত। তবে এতদিন দলের হয়ে বহু কাজ করেছেন সিপিএম নেতা। এইবার সমস্ত সমস্যা, বাধা বিঘ্ন কাঁটিয়ে নিজের এলাকায় ফিরছেন সিপিএম নেতা তথা প্রাক্তন মন্ত্রী সুশান্ত ঘোষ।
উল্লেখ্য, সামনে বিধানসভা ভোট। কংগ্রেসের সাথে জোট করে লড়বে বামেরা। সেখানে তাদের উদ্দেশ্য হবে বাংলার সিংহাসনে বসা। তার সাথে নিজের মাটি ফিরে পেতে চাইবে বাম শিবির। সেক্ষেত্রে সুশান্ত ঘোষের ফিরে আসা তাদের জন্য অনেকটাই কার্যকরী হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।