পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলের বিস্তীর্ণ এলাকায় শুরু হয়ে গিয়েছে আমফানের দাপট। বুধবার দুপর থেকে এই ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গের দিঘা ও বাংলাদেশের হাতিয়া দ্বীপপুঞ্জের মধ্যে দিয়ে স্থলভাগে প্রবেশ করবে। এই ঘূর্ণিঝড়ের গতিবেগ প্রতি ঘন্টায় ১৫৫-১৬৫ কিলোমিটার হতে পারে। সর্বোচ্চ গতিবেগ হতে পারে ১৮৫ কিলোমিটার প্রতি ঘণ্টা। এই ঘূর্ণিঝড় আয়লা ও বুলবুলের থেকে ও অনেক বেশি শক্তিশালী ও ভয়ঙ্কর।পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতাতে সবচেয়ে বেশি প্রভাব ফেলবে। আর ওড়িশার জগৎসিংপুর, কেন্দ্রপাড়া, ভদ্রক, বালাসোর, জাজপুর ও ময়ূরভঞ্জ-এ সবচেয়ে বেশি ক্ষতি হতে পারে। আমফান লাইভ আপডেটস –
সন্ধ্যা ৬ টা ৩০ মিনিট : কলকাতায় ১১০ কিমি বেগে কলকাতায় আছড়ে পড়ল ভয়ঙ্কর আমফান। যত সময় এগোচ্ছে ততই ভয়ঙ্কর হয়ে উঠছে আমফান ৷
বিকেল ৪ টা ৫০ মিনিট – এই মুহূর্তে কলকাতা থেকে ১৫ কিলোমিটার দূরে রয়েছে সাইক্লোন এর ফরোয়ার্ড সেক্টর। ইতিমধ্যেই বাতাসের গতিবেগ ছুঁয়েছে ৭৯ কিমি। পরবর্তী ৪০ মিনিটের মধ্যে, আমফান পশ্চিমবঙ্গ রাজধানী কলকাতার বুকে পা রাখবে।
দুপর ৩ টা ৫ মিনিট – বাংলাদেশে আমফানের জেরে ১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সংবাদ সংস্থা এএফপি সূত্র মারফত গেছে।
দুপুর ২ টো ৪০ মিনিট – মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কন্ট্রোল রুম থেকে রাজ্যের সব পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। আজ সারাদিন থেকে কাল পর্যন্ত তিনি এখানেই থাকবেন বলে জানিয়েছেন।
দুপর ২ টো ৩০ মিনিট- কলকাতায় ঝড়ের গতিবেগ ১১০-১২০ কিলোমিটার প্রতি ঘন্টায় হতে পারে।
দুপর ২ টো ২৫ মিনিট- সুন্দরবনে বিকেল ৪ টেই আছড়ে পড়বে ঘূর্ণিঝড় আমফান।
দুপুর ২ টা ২০ মিনিট- কলকাতার বেশ কিছু অঞ্চলের গাছ উপড়ে গেছে। কলকাতার সমস্ত উড়ালপুল বন্ধ করে দেওয়া হয়েছে। বেশ কিছু এলাকা ইতিমধ্যেই বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।
দুপুর ১ টা ৩০ মিনিট –পারাদ্বীপে ঝড়ের গতিবেগ প্রতি ঘন্টায় ১০২ কিলোমিটারের বেশি। বহু গাছ উপড়ে পড়ে গেছে।
Trees uprooted in Paradip as wind speed touches 102 km/ph. #CycloneAmphan is expected to make landfall today.
Live Updates: https://t.co/7W2fPv7TOY pic.twitter.com/6JhfL3TSvB
— Hindustan Times (@htTweets) May 20, 2020
দুপুর ১২ টা ৩০ মিনিট –ওড়িশা উপকূলে মোতায়েন রয়েছে ভারতীয় নৌ বাহিনীর ২০ টি দল। ২ টি উদ্ধারকারী জাহাজ ও রয়েছে।
দুপুর ১২ টা ২০ মিনিট – সমুদ্রে ৪- ৬ মিটার উঁচু জলোচ্ছাস হতে পারে।
সকাল ১১ টা ৫০ মিনিট- দক্ষিণ ২৪ পরগনার বকখালি, ফ্রেজারগঞ্জে রাস্তায় জল জমেছে।স্থানীয় দোকানদারদের দোকান বন্ধ করে দেওয়া হয়েছে। মাইকিং করছে প্রশাসন। এই মুহূর্তে ঝড়ের গতিবেগ ৭০-৮০ কিলোমিটার প্রতি ঘন্টায়।
সকাল ১১ টা ৩০ মিনিট – পাথরপ্রতিমায় জি-প্লটের জগদ্দল নদীর ধারে ধস। আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
সকাল ১১ টা ২৫ মিনিট- দিঘা থেকে ১৭৭ কিলোমিটার দূরে অবস্থান করছে আমফান। কলকাতা থেকে ২৬০ কিলোমিটার দূরে রয়েছে এই সুপার সাইক্লোন।
Cyclone #Amphan lies 177km south southeast of Digha. After landfall, it is likely to move north northeast close to Kolkata. At the time of crossing coast, wind speed to be around 155-165kmph. It is likely to retain intensity as cyclone till May21 morning: Dy Director,IMD Kolkata pic.twitter.com/dCx8YjpQdM
— ANI (@ANI) May 20, 2020
সকাল ১১ টা ১০ মিনিট- আবহাওয়া দফতর জানিয়েছে রাজ্যের সাতটি জেলাতে আমফানের সরাসরি প্রভাব পড়বে।
সকাল ১০ টা ৩০ মিনিট – ঝড়ের গতিবেগ ১৫৫-১৬৫ কিলোমিটার প্রতি ঘন্টায় হবে।
সকাল ১০ টা ২০ মিনিট – ওড়িশার কেন্দ্রপাড়াতে ঝড়ের দাপট শুরু হয়ে গিয়েছে। সুন্দরবনে সন্ধের মধ্যে আছড়ে পড়তে পারে মারাত্মক সাইক্লোন।
#WATCH Very strong winds at Odisha’s Kendrapara, as cyclone ‘AMPHAN’ is expected to make landfall near Sunderbans in West Bengal today evening. pic.twitter.com/AHD2Wuo0ky
— ANI (@ANI) May 20, 2020
সকাল ১০ টা ১৫ মিনিট – দিঘার সমুদ্র ক্রমেই উত্তাল হচ্ছে। জলোচ্ছাসের দাপট বাড়ছে। এই ঝড়ের তান্ডবে লন্ডভন্ড হয়ে যেতে পারে দিঘার সুন্দর সৈকত।
সকাল ১০ টা – মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেককে আজ থেকে কাল সকাল পর্যন্ত বাড়িতে থাকার নির্দেশ দিয়েছেন। পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতাতে সবচেয়ে বেশি প্রভাব পড়বে। এছাড়া প্রবল ক্ষয়ক্ষতি হবে দক্ষিণ ২৪ পরগণার সাগরদ্বীপ, ফ্রেজারগঞ্জ, গোসাবা, গোরামারি, ক্যানিং, বাসন্তী, নামখানা ও কাকদ্বীপে।
সকাল ৯ টা ৫০ মিনিট –ওড়িশাতে ইতিমধ্যেই গাছ উপড়ে গেছে এবং বিদ্যুৎ পরিষেবা বন্ধ হয়ে গেছে। উপকূলে প্রবল বেগে ঝড় শুরু হয়েছে। ওড়িশা সরকার ১ লক্ষ ৩৭ হাজার মানুষকে ইতিমধ্যেই নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে গেছে।
সকাল ৯ টা ৪৫ মিনিট- NDRF-র দল উত্তর ২৪ পরগণার বিভিন্ন দুর্ঘটনাপ্রবণ এলাকাতে নজরদারি শুরু করেছে। হাসনাবাদে কাজ শুরু করেছে দুর্যোগ মোকাবিলা দল।
#CycloneAmphan Updates 20/5/20-
??? ?@NDRFHQ @ Work in Hasnabad, North 24 Parganas, West Bengal#WithPeople #NDRF4U#Committed2Serve #LetsFaceAmphanTogether @NDRFHQ @ndmaindia @PMOIndia @HMOIndia @PIBHomeAffairs @BhallaAjay26 @DDNewslive @ANI @airnewsalerts @PTI_News pic.twitter.com/T6vGgI9Vtv
— ѕαtчα prαdhαnसत्य नारायण प्रधान ସତ୍ଯପ୍ରଧାନ-DG NDRF (@satyaprad1) May 20, 2020
সকাল ৯ টা ৩৫ মিনিট – আমফান পারাদ্বীপ থেকে ১২০ কিমি দূরে অবস্থান করছে। আজ দুপুরেই স্থলভাগে আছড়ে পড়বে ঘূর্ণিঝড়।
#SuperCycloneAmphan about 120 km east-southeast of Paradip, Odisha at 8:30 am today. To cross West Bengal-Bangladesh coasts between Digha (West Bengal) and Hatiya Islands (Bangladesh) close to Sunderbans. Landfall process to commence from the afternoon: India Meteorological Dept pic.twitter.com/WTEifT0zuW
— ANI (@ANI) May 20, 2020
সকাল ৯ টা ১৫ মিনিট – শুধু উপকূলীয়বর্তী অঞ্চলে নয়, রাজ্যের বিভিন্ন জেলাতে মেঘলা আকাশ ও বৃষ্টি শুরু হয়েছে।
সকাল ৯ টা ৫ মিনিট – পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে কন্ট্রোল রুম চালু করা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার ইতিমধ্যেই বিভিন্ন দুর্ঘটনাপ্রবণ এলাকা থেকে ৩ লক্ষ মানুষকে সরিয়ে নিয়ে গেছে। রাজ্যের কন্ট্রোল রুমের যে ৩ টি নম্বর দেওয়া হয়েছে, সেগুলি হল- ২৪১৪৩৫২৬/ ২৪১৪১৯৯৫/ ১০৭০।
সকাল ৮ টা ৫০ মিনিট – দিঘাতে সমুদ্রের প্রবল জলোচ্ছাস শুরু হয়ে গিয়েছে। আজকেই স্থলভাগে আছড়ে পড়বে। প্রশাসনের তরফ থেকে প্রত্যেককে বাড়িতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
#WATCH Digha in East Medinipur witnesses high tide and strong winds as #CycloneAmphan is expected to make landfall today. #WestBengal pic.twitter.com/sxmX9Jt3Yw
— ANI (@ANI) May 20, 2020
সকাল ৮ টা ৪০ মিনিট – ওড়িশার ভদ্রকে দমকল বাহিনী ইতিমধ্যেই সমস্ত রাস্তার যানজট সরিয়ে নিচ্ছে। জরুরি পরিষেবা ছাড়া সব কিছু বন্ধ করে রাখা হয়েছে।
সকাল ৮ টা ৩৫ মিনিট – আবহাওয়া দফতর জানিয়েছে আগামী ২-৩ দিন বৃষ্টি থাকবে পশ্চিমবঙ্গ, সিকিম ও ওড়িশাতে। ইতিমধ্যেই ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে পশ্চিমবঙ্গ ও ওড়িশার বেশ কিছু জেলাতে।