দিন দশেক থেকেই শক্তি সঞ্চয় করছে সাইক্লোন আমফান। ধীর গতিতে এখনও এই সাইক্লোন সমুদ্রের মাঝেই রয়েছে। যদিও হাওয়া অফিসের তরফে আগে জানান হয়েছিল, এই ঘূর্ণিঝড়ের প্রভাব পশ্চিমবঙ্গে সেভাবে নাও পড়তে পারে। তবে এবার তার গতি প্রকৃতি দেখে আশঙ্কার মেঘ ঘনীভূত হচ্ছে আবহাওয়াবিদদের। এই সাইক্লোনের গতিপথ হতে পারে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দিকে। আস্তে আস্তে গতিপথ যেভাবে বদলে চলেছে আমফান তাতে উত্তর বঙ্গোপসাগরে এই সাইক্লোনের প্রভাব পড়তে পারে।

আবহাওয়াবিদদের মতে, আগামী ১৯ থেকে ২০ তারিখের মধ্যে স্থলভাগে আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড়। আগামী ১৬ই মে নিজের শক্তি বৃদ্ধি করতে থাকবে এই সাইক্লোন। বর্তমানে তা ৫ ডিগ্রি স্কোয়ার অঞ্চল জুড়ে অবস্থান করছে। যা ১৬ই মে নাগাদ দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যভাগে থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowতবে আবহাওয়াবিদরা মনে করছেন এই সাইক্লোন বাংলাদেশের অভিমুখে যাত্রা করবে যার কিছুটা প্রভাব পশ্চিমবঙ্গে পড়তে পারে। ইন্ডিয়ান মেটিওরলজিক্যাল ডিপার্টমেন্টের সাইক্লোন ট্র্যাকারে বলা হচ্ছে, এই সাইক্লোন উত্তর দিকে যাত্রা করতে পারে তার ফলে ক্ষতিগ্রস্ত নাও হতে পারে ভারতীয় উপকূল।