Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Alipore Meteorological Department: বিক্ষিপ্ত বৃষ্টিপাত থেকে তুমুল ঝড়, বুধবার থেকেই বাংলায় প্রভাব পড়বে ঘূর্ণিঝড়ের, কতদিন পর্যন্ত থাকবে ডানা?

Updated :  Tuesday, October 22, 2024 3:32 PM

খারাপ আবহাওয়া যেন একেবারেই পিছু ছাড়তে চাইছে না বাংলার মানুষের। দক্ষিণবঙ্গে আবারও একটা নতুন ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সেই ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলির মধ্যে অন্যতম হলো পুরুলিয়া জেলা। সকাল থেকে পুরুলিয়া জেলার আকাশের মুখ ভার। ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে পুরুলিয়া জেলার উপরে, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সেই কারণে বৃষ্টিপাতের ফলেও সমস্যায় পড়বেন পুরুলিয়া জেলার মানুষজন। এর পাশাপাশি তাপমাত্রার তারতম্য হওয়ার সম্ভাবনা রয়েছে।

এই দিন পুরুলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে পাল্লা দিয়ে তাপমাত্রার পরিবর্তন হয়েছে একই সাথে। দক্ষিণবঙ্গে সরাসরি ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ঘূর্ণিঝড়ের প্রভাবে কলকাতা এবং উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওড়িশা সংলগ্ন জেলাগুলোতে ভারী বৃষ্টি হবে এবং কলকাতার আশেপাশের জেলাগুলিতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।

উত্তর ২৪ পরগনা দক্ষিণ ২৪ পরগনা পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বুধবার দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলায় বৃষ্টিপাত হবে। মঙ্গলবার থেকেই আবহাওয়ার পরিবর্তন হতে শুরু করবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের এই সমস্ত জেলাগুলিতে বৃষ্টিপাত চলবে বলেই জানানো হয়েছে। তবে মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা কোন জেলাতেই নেই। উত্তরবঙ্গের কয়েকটি জেলাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে সেগুলো সবই বিক্ষিপ্ত বৃষ্টিপাত, ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা এই মুহূর্তে উত্তরবঙ্গে নেই। তবে তাপমাত্রার পারদ উঠানামা করবে বলেই জানানো হয়েছে। দক্ষিণবঙ্গের উপরে ঘূর্ণিঝড়ের প্রভাব সরাসরি না পড়লেও, উড়িষ্যায় যেহেতু ল্যান্ড ফল সেই কারণে ওড়িশা সংলগ্ন কয়েকটি জেলাতে ঘূর্ণিঝড়ের প্রভাব থাকবে। এর মধ্যে অন্যতম পূর্ব মেদিনীপুর এবং পুরুলিয়া। এই তিনটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।