ক্রমাগত এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আমফান’। আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে বহুদূর অতিক্রম করলেও এর তীব্রতা কিন্তু খুব একটা কমেনি। সর্বশেষ তথ্য অনুযায়ী জানা গিয়েছে এই ঝড়ের গতিবেগ রয়েছে ১৫৫ থেকে ১৬৫ কিলোমিটার প্রতি ঘন্টা। শুধু তাই নয় এর সর্বোচ্চ গতিবেগ ১৮৫ কিলোমিটার প্রতি ঘন্টাও হতে পারে।
দীঘা এবং হাতিয়া দ্বীপের মাঝে আছড়ে পড়ে এটি এগিয়ে যাবে উত্তর ও উত্তর পূর্ব দিকে। ইতিমধ্যেই দীঘায় জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে। আশঙ্কা করা হচ্ছে পুরনো বাড়ি, কাঁচা বাড়ি, যোগাযোগ ও বিদ্যুতের খুঁটিগুলি ভীষণভাবে ক্ষতিগ্রস্থ হতে পারে। শুধু তাই নয় এই ঝড়ের ফলে অনেক জায়গায় রেললাইন ও রাস্তার সংযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। বড় গাছগুলি মাটি থেকে উপরে যেতে পারে।
এই রাজ্যের সাতটি জেলায় এই ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব পড়বে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। কলকাতার ওপর দিয়ে এই ঘূর্ণিঝড় সর্বোচ্চ ১৩০ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে যেতে পারে। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হতে পারে দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন আজ এবং কাল বাড়ি থেকে না বের হতে এছাড়াও বিপজ্জনক বাড়ি থেকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে। নবান্নর কন্ট্রোলরুম থেকে সমস্ত পরিস্থিতির ওপর নজর রাখবেন বলেও জানিয়েছেন তিনি।