দেশনিউজ

দ্বিগুণ শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়, জারি সতর্কতা

Advertisement

১৬ অক্টোবর দেশ থেকে পাকাপাকি ভাবে বিদায় নিয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু।তবে মৌসুমী বায়ু বিদায় নিলেও ক্ষান্ত হয়নি বর্ষারানী। বর্ষাকালের সমাপ্তিতে সারা দেশ যখন শীতের অপেক্ষায় তার মাঝেই বৃষ্টি এসে বদলে দিয়েছে আবহাওয়ার রূপ।

সম্প্রতি আরব সাগরের উপর সৃষ্টি ঘূর্নাবর্তের জেরে গত বুধবার থেকে গোটা দেশজুড়ে শুরু হয়েছে বৃষ্টি। এই উত্তর পূর্ব মৌসুমী বায়ু জেরে তামিলনাড়ু, কর্নাটক, মহারাষ্ট্র,গোয়ায় প্রভৃতি রাজ্য গুলিতে চলছে ভারী থেকে অতিভারী বৃষ্টি।

আর এই নিম্নচাপের জেরেই তৈরি হয়েছে বিধ্বংসী ঘূর্ণিঝড় “কিয়ার”। এই ঘূর্ণিঝড়ের প্রভাব বেশি দেখা যাবে কর্ণাটক, মহারাষ্ট্র, গোয়ায়। এই ঘূর্ণিঝড়ের ফলে এই রাজ্যগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এই সব এলাকায় ৫০ থেকে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এইসব রাজ্যে আগেই জারি করা হয়েছে সতর্কবার্তা। রাজ্যের মুখ্যমন্ত্রীরা জানিয়েছেন, ‘তারা সবরকম ভাবে প্রস্তুত থাকবে।’

আবহাওয়া অফিস সূত্রে আগামী ২৪ ঘণ্টা মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। জারি করা হয়েছে রেড অ্যালার্ট। এছাড়া যারা এই কদিন এর মধ্যে গোয়ায় বেড়াতে যাবার কথা ভাবছিলেন তাদের কদিন পরিকল্পনা বাতিল করার পরামর্শ দিয়েছে মৌসম ভবন।

Related Articles

Back to top button