সাইক্লোন যশের রেশ কাটতে না কাটতেই আবারো একটি নতুন সাইক্লোনের আশঙ্কা বাংলা এবং উড়িষ্যা উপকূলে। আবহাওয়াবিদরা বলছেন, আর কয়েক দিনের মধ্যেই আবারো একটি নতুন সাইক্লোন হানা দিতে পারে বাংলা এবং উড়িষ্যা উপকূলের বিস্তীর্ণ এলাকায়। সূত্রের খবর অনুযায়ী, এই সাইক্লোন এর নাম দেওয়া হয়েছে সিত্রাং।
আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী, মার্চ মাসের শেষ সপ্তাহে প্রায় ১৫০ কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে বাংলা এবং উড়িষ্যা উপকূলে আছড়ে পড়তে পারে এই সাইক্লোন। গতি এরকম থাকলে এই সাইক্লোনের প্রভাবে ব্যাপক ক্ষতির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার উপকূলে। জানা যাচ্ছে, এই সাইক্লোনটি উৎপন্ন হয়েছে ইন্দোনেশিয়ার বান্দা আচে উপকূলে।
এই উপকূলে নিম্নচাপটি তৈরি হয়ে ধীরে ধীরে শক্তি বৃদ্ধি করে সাইক্লোন এর আকার ধারণ করে ধীরে ধীরে এগিয়ে আসতে শুরু করেছে ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগরে উপকূলের দিকে। তবে এখনই ঠিক কোন দিকে এই সাইক্লোন এগিয়ে আসবে, সেই নিয়ে তেমন কোনো সম্ভাবনার কথা জানানো হয়নি। বাংলা এবং উড়িষ্যা উপকূলের দিকে এই সাইক্লোন আছড়ে পড়ার সম্ভাবনা থাকলেও পথ পরিবর্তন করে বঙ্গোপসাগরের অন্যান্য উপকূলের দিকেও এগিয়ে আসতে পারে এই সাইক্লোন।
গতিপথ পরিবর্তন করে বাংলাদেশ উপকূলের দিকে চলে যাবার সম্ভাবনাও আছে। তবে, এই নিম্নচাপ কতটা বড় সাইক্লোনে পরিণত হবে সেই নিয়ে এখনো পর্যন্ত কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। সম্ভাবনা রয়েছে সিত্রাং একটি সাইক্লোনে পরিণত হবে। তবে কোন দিক দিয়ে এর গতিপথ হবে, এই ব্যাপারে কোন ব্যাখ্যা এখনো পর্যন্ত মেলেনি।