আর মাত্র কিছুদিন, কারণ তারপরেই একদম টাটকা সুখবর পেতে পারেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। কর্মীদের মহার্ঘ ভাতা (ডিএ বৃদ্ধি) আচমকা অনেকটাই বৃদ্ধি পেতে পারে বলে জানা যাচ্ছে।
কিছু মিডিয়া রিপোর্ট অনুসারে, সরকার ডিএ ৪ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করতে পারে। কিছুদিন আগে শোনা গিয়েছিল যে এবার ডিএ মাত্র ৩ শতাংশ বাড়বে, তবে সাম্প্রতিক এআইসিপিআইয়ের তথ্য অনুসারে এটি বলে মনে করা হচ্ছে
কর্মচারীদের ডিএ ৪ শতাংশ বাড়তে পারে। সরকার ডিএ ৪ শতাংশ বাড়ালে ডিএ বেড়ে ৪৬ শতাংশ হবে।
জুলাই মাসে এই সংখ্যা ১৩৯.৭ পয়েন্টে পৌঁছেছিল।
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, AICPI সূচক জুলাই ২০২৩ এর তথ্য প্রকাশ করেছে। বেড়েছে ৩.৩ পয়েন্ট। ২০২৩ সালের জুনে এই সংখ্যা ছিল ১৩৬.৪ পয়েন্ট এবং জুলাই মাসে তা ১৩৯.৭ পয়েন্টে পৌঁছেছে। এটি বৃদ্ধির কারণে এখন ডিএ ৪ শতাংশ বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
হোলি বা মার্চ মাসের আগেই মহার্ঘ্য ভাতা ও মহার্ঘ্য ত্রাণ কতটা বাড়তে পারে সেটার ঘোষণা করতে পারে সরকার। এবারও ডিএ বাড়াতে হবে ৪ শতাংশ