বড় সুখবর কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের, এবার তাঁরা পাবেন ১৫% DA বৃদ্ধির সুবিধা
ষষ্ঠ ও পঞ্চম বেতন কমিশন অনুযায়ী বেতন পাচ্ছেন তাদের জন্য বড় সুখবর রয়েছে
কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য এবার বড় সুখবর। আবারো তাদের ডিএ আর ডিআর বাড়বে বলে জানা গিয়েছে। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৪২ শতাংশ হারে মহার্ঘ ভাতা পেয়ে থাকেন। তবে এবার কেন্দ্রীয় কর্মীদের মহার্ঘ্য ভাতা বাড়বে ১৫%। আপনি ভাবছেন এও কি করে সম্ভব। দীপাবলির সময় তো ৪% মহার্ঘ্য ভাতা বৃদ্ধি পেয়েছিল। আসলে সপ্তম বেতন কমিশনের আওতায় থাকা সরকারী কর্মচারীদের ৪% মহার্ঘ্য ভাতা বেড়েছে। তবে যারা ষষ্ঠ ও পঞ্চম বেতন কমিশন অনুযায়ী বেতন পাচ্ছেন, তাদের জন্য বড় খবর। তাদের মহার্ঘ্য ভাতাও এবার বাড়াতে চলেছে সরকার।
ষষ্ঠ বেতন কমিশনের আওতাভুক্ত কেন্দ্রীয় পাবলিক সেক্টর এন্টারপ্রাইজের (CPSEs) কর্মীদের জন্য মূল বেতনের উপর DA বিদ্যমান ২২১% থেকে ২৩০% বৃদ্ধি করা হয়েছে। অর্থাৎ এবার তা বেড়ে হয়েছে ৯ শতাংশ। মহার্ঘ ভাতার পরিবর্তিত হার কর্মচারীদের জন্য ১ জুলাই, ২০২৩ থেকে কার্যকর করা হবে। এছাড়া পঞ্চম বেতন কমিশনের আওতায় থাকা কর্মীদের দুই ক্যাটাগরিতে DA বাড়ানো হয়েছে।
যে সমস্ত কর্মচারীদের মূল বেতনের সাথে ৫০ শতাংশ ডিএ একত্রিত করার সুবিধা দেওয়া হয়নি তাদের ১৫ শতাংশ বৃদ্ধি করা হয়েছে । এই ধরনের কর্মচারীদের বিদ্যমান ৪৬২% ডিএ বাড়িয়ে ৪৭৭% করা হয়েছে। আর যে সমস্ত কর্মচারীদের মূল বেতনের সাথে ৫০% ডিএ একত্রিত করার সুবিধা দেওয়া হয়েছিল তাদের জন্য বিদ্যমান ডিএ হার ৪১২% থেকে বাড়িয়ে ৪২৭% করা হয়েছে। এইভাবে, উভয় শ্রেণীর কর্মচারীরা ১৫ শতাংশ ডিএ বৃদ্ধির সুবিধা পাচ্ছেন।