VIRAL: হারমোনিয়াম বাজিয়ে সুরেলা কণ্ঠ লতা মঙ্গেশকরের গান গাইলেন এক বৃদ্ধা, ভাইরাল ভিডিও
বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন, ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে! তাহলে তাতে তিনি সফল হন। সেকথা আলাদাভাবে বলার প্রয়োজন নেই। আবার অনেকসময় এই সোশ্যাল মিডিয়ার হাত ধরেই খুঁজে পাওয়া যায় এমন কোন প্রতিভাকে, যা রীতিমত অবাক করে সকলকে।
সম্প্রতি মাতৃদিবস ছিল। এদিন সোশ্যাল মিডিয়ার পাতায় এক বৃদ্ধা মহিলার গানের ভিডিও ভাইরাল হয়েছে। ‘আজ তাক’এর ইনস্টাগ্রামের অফিসিয়াল পেজ থেকে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে। ভিডিওটিতে দেখা গিয়েছে অবাঙালি এক বৃদ্ধা মহিলা লতা মঙ্গেশকরের গাওয়া ‘মিলো না তো হাম ঘাবরায়ে’এই জনপ্রিয় গানটি গাইছেন। ভিডিওতে দেখেই বোঝা গিয়েছে তার যথেষ্ট বয়স হয়েছে। তবে এই বয়সেও সুর-তাল-লয় সব ঠিক রেখে হারমোনিয়াম বাজিয়ে গানটি গেয়েছেন তিনি। মান রেখেছেন লতা মঙ্গেশকরের গাওয়া এই গানের। তার সাথে ঢোল বাজিয়েই তার সঙ্গ দিয়েছেন এক ব্যক্তি।
মাতৃ দিবসের দিন থেকেই এই ভিডিও সোশ্যাল মিডিয়ার পাতায় ভাইরাল হয়েছে। এই বৃদ্ধা মহিলার সুরেলা কণ্ঠ মন কেড়েছে সকলের। তার কন্ঠ শুনে মুগ্ধ হয়েছেন নেটনাগরিকদের অধিকাংশ। বর্তমানে এই ভিডিওটি দেখে ফেলেছেন বহু নেটিজেন। লাখো ভিউজ হয়েছে ভিডিওটির। ৬৩ হাজারের উপর লাইক পড়েছে এই ভিডিওটিতে। অবাক করে দেওয়ার মতোই ভিডিও এটি, তা আর আলাদাভাবে বলার প্রয়োজন নেই। তিনদিন আগে শেয়ার হলেও মাতৃ দিবসের দিনেই ঝড়ের গতিতে নেটিজেনদের মাঝে ছড়িয়ে গিয়েছে ভিডিওটি। রইল সেই ভিডিও।