আজ ১৮ই এপ্রিল, জেনে নিন কোন রাশিতে কী আছে?

আজ ১৮ই এপ্রিল (৪ঠা বৈশাখ) রবিবার, রাশি অনুযায়ী জেনে নিন!

মেষঃ আজ সাহিত্যিকদের জন্য দিনটি বেশ শুভ। ভালো উপন্যাস লেখার জন্য বেশ নাম ডাক হতে পারে। ভালো লেখার জন্য প্রশংসা পেতে পারেন। মন দিয়ে লেখালিখি করুন।

বৃষঃ দিনটি বেশ শুভ। আজ আপনার সন্তানের কোনো কাজের জন্য আপনি গর্বিতবোধ করতে পারেন। সন্তানকে সময় কাটান। সন্তানের সাথে দিনটি বেশ ভালোই কাটবে।

মিথুনঃ আজ আপনি কাউকে সাহায্য করতে গিয়ে নিজেই বিপদে পড়বেন। দেখে শুনে কাজ করুন। সবাইকে সহজে বিশ্বাস করবেননা। দিনটি খুব একটা ভালো যাবেনা।

কর্কটঃ আজ আপনি ক্রীড়া দুনিয়ায় বেশ নাম-ডাক হতে পারে। মন দিয়ে খেলার প্রশিক্ষণ নিন। খেলাতে সাফল্য পেতে পারেন। দিনটি বেশ ভালোই যাবে।

সিংহঃ আজ আপনার দিনটি বেশ সুখকর নয়। কোথাও থেকে কোনো শোক সংবাদ আসতে পারে। মাথা ঠান্ডা রাখুন। সহজে ভেঙে পড়বেননা।

কন্যাঃ আজ আপনার দিনটি বেশ সুখকর নয়। দীর্ঘদিন অসুস্থ থাকলে ফেলে না রেখে ভালো কোথাও চিকিৎসা করান। স্বল্প খরচে চিকিৎসায় সমস্যা দেখা দিতে পারে। দেখে শুনে কাজ করুন।

তুলাঃ আজ আপনি অনেক দিনের ঋণের থেকে মুক্তি পাবেন। মাথা ঠান্ডা রেখে কাজ করুন। দেখে শুনে কাজ করুন। আজ আপনার দিনটি বেশ ভালোই কাটবে।

বৃশ্চিকঃ আজ আপনার স্ত্রীর সঙ্গে বিবাদ বাড়তে পারে, ভুল বোঝাবুঝি হবে এমন পরিস্থিতি দেখলে এড়িয়ে চলুন। দাম্পত্য জীবন সুখকর হবে না।

ধনুঃ আজ আপনার ভালোবাসার মানুষের প্রতি আকর্ষণ বাড়তে পারে। সঙ্গীকে পর্যাপ্ত সময় দিন। দাম্পত্য সুখ সুখকর হবে। সঙ্গীর সাথে দিনটি বেশ ভালোই কাটবে ।

মকরঃ আজ আপনার নতুন ব্যবসা শুরু করার আদর্শ সময়। কোনো প্রয়োজন বাড়ির গরিষ্ঠ সদস্যদের মতামত ও পরামর্শ মেনে চলুন।

কুম্ভঃ আজ আপনার কোনো প্রতিবেশীর সাথে কোনো কারনে ঝামেলা হতে পারে। মাথা ঠান্ডা রেখে সব ঝগড়া ঝামেলা মিটিয়ে নিন। মন শান্ত রাখুন। দিনটি খুব একটা ভালো যাবেনা।

মীনঃ আজ আপনি কোনো কারণে মানসিক আঘাত পেতে পারেন। অতৃপ্তি কিংবা অপূর্ণতা আপনার মনে হতাশা সৃষ্টি করতে পারে। পরিবারের সঙ্গে সময় কাটান।