Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

আজ ১৯শে সেপ্টেম্বর, জানুন আজকের রাশিফল

Updated :  Saturday, September 19, 2020 7:45 AM

সুপ্রভাত। দেখে নেওয়া যাক আজকে কোন রাশির মানুষের ভাগ্যে কী ঘটতে পারে।

মেষ– আজ বিশেষ কোনো কার্যসিদ্ধির সম্ভাবনা রয়েছে। মনে সুখ আনে এমন কাজ করতে পারেন।

বৃষ– কোনো বিষয় নিয়ে লোকজনের সঙ্গে মতবিরোধ হতে পারে। অযথা তর্কাতর্কি এড়িয়ে যান। ইতিবাচক যে কোনো বিষয়ের সঙ্গে নিজে যুক্ত হন।

মিথুন– দিনটা ধ্যান ও যোগ দিয়ে শুরু করলে ভালো। কোনো মানসিক দুর্বলতা কাটিয়ে উঠবেন।

কর্কট– আজ বিদ্যার্থীদের জন্য বিশেষ শুভ দিন। স্ত্রীয়ের সঙ্গে আর্থিক বিষয় নিয়ে প্রয়োজনীয় আলোচনা করতে পারেন।

সিংহ– বিশেষ কোনো সম্মান লাভের সুযোগ। আজ কোনো অতিথি বাড়ি আসতে পারেন। নতুন বন্ধুত্ব তৈরি হতে পারে।

কন্যা– কারোর অকারণ সমালোচনা করা থেকে দূরে থাকুন, এতে আপনারই মঙ্গল। বাড়ি পরিবর্তনের সম্ভাবনা।

তুলা– বাবা মায়ের প্রতি উদাসীন হতে যাবেন না, ক্ষতি আপনারই হবে। কোনো চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে সতর্ক থাকতে হবে।

বৃশ্চিক– আজ আত্মবিশ্বাস ভালো থাকবে। তবে কোনো বন্ধু বা পরিবারের সঙ্গে বিরোধ এড়ানোর জন্য আপনার মেজাজকে নিয়ন্ত্রণ রাখতে হবে।

ধনু– আজ বন্ধুদের সঙ্গে সময় কাটালে বিশেষ মানসিক প্রশান্তি আসবে। প্রেমের উন্মাদনা জাগতে পারে।

মকর– শরীরের প্রতি যত্ন নিতে হবে। কোনো ভালো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। আজ একটু সতর্ক থাকতে হবে যাতে কোনোরকম ছল চাতুরীতে পা না দেন।

কুম্ভ– আজ কোনোরকম কুসঙ্গ থেকে দূরে থাকুন। চিকিৎসার জন্য অর্থ ব্যয় হতে পারে, তবে এক্ষেত্রে কোনো কার্পণ্য করা উচিত নয়। মন থেকে যে বিষয় উপভোগ করেন তাই নিয়ে ব্যস্ত থাকুন।

মীন– মানসিক ভাবে স্থির না থাকলে মেজাজ হারিয়ে অশান্তির মধ্যে জড়িয়ে পড়বেন। আজ প্রেম বা কোনো সম্পর্ক উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। ভালো জিনিসের প্রতি মন আকৃষ্ট হবে।