Horoscope: আজ ২৫শে আগস্ট, কোন কোন রাশির সময় খারাপ যাবে

আজ ২৫শে আগস্ট (৮ই ভাদ্র) বুধবার রাশি অনুযায়ী জেনে নিন কেমন কাটবে আজকের দিনটি

মেষঃ আজ আপনার কাছের কোনো মানুষের সাথে কোনো কিছু মতবিরোধ হতে পারে। মাথা ঠান্ডা রাখার চেষ্টা করুন। সব অশান্তি মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন।

বৃষঃ আজ আপনার প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি হতে পারে। মাথা ঠান্ডা রেখে সব ঝগড়া ঝামেলা মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। দিনটি খুব একটা সুখকর নয়।

মিথুনঃ আজ আপনি বেশ অস্থিরতায় ভুগতে পারেন। কোনো কারণে আজ চঞ্চলতা বেড়ে যাবে। মাথা ঠান্ডা ও মন শান্ত রাখুন। প্রতিদিন নিয়ম করে যোগাভ্যাস করুন।

কর্কটঃ আজ আপনার দিনটি বেশ শুভ। অফিসের কাজে প্রমোশন হতে পারে। কাজের জন্য বিপুল অর্থ লাভ হতে পারে। দেখে শুনে কাজ করুন। ব্যবসার কাজে সাফল্য আসতে পারে।

সিংহঃ আজ আপনি কোনো জীবাণু দ্বারা সংক্রামিত হতে পারেন। ফেলে না রেখে ভালী ডাক্তারের কাছে চিকিৎসা করান। নিজের প্রতি যত্নশীল হন।

কন্যাঃ আজ আপনার ভালোবাসার মানুষের প্রতি আকর্ষণ বাড়তে পারে। সঙ্গীকে পর্যাপ্ত সময় দিন। দাম্পত্য সুখ সুখকর হবে। দিনটি বেশ ভালোই কাটবে।

তুলাঃ আজ আপনি চোখের সমস্যায় ভুগতে পারেন। ভালো চোখের ডাক্তারের কাছে চিকিৎসা করান। ভালো লেন্সের চশমা পড়ুন। চোখের প্রতি যত্নশীল হন।

বৃশ্চিকঃ আজ আপনার কাছের কোনো প্রিয় মানুষের সাথে মনোমালিন্য বা ছোট কিছু নিয়ে সমস্যা দেখা দিতে পারে। মাথা ঠান্ডা রেখে সব ঝামেলা মিটিয়ে নিন।

ধনুঃ আজ আপনি কোনো বিষয়ে খুব আতঙ্কিত থাকতে পারেন। সাবধানে কাজ করুন। ভয় না পেয়ে বড়োদের সাথে কথা বলে হাল্কা হন। মাথা ঠান্ডা রেখে কাজ করুন।

মকরঃ আজ আপনার ব্যবসায়ে কোনো কারণে বিপুল বাধা আসতে পারে। মন দিয়ে কাজ করুন। দেখে শুনে কাজ করুন। সবাইকে বিশ্বাস না করে বিচক্ষণ হন।

কুম্ভঃ আজ আপনার অফিসে প্রমোশন হতে পারে। ব্যবসায়ে উন্নতি হতে পারে। আজ আপনার উপার্জন বাড়তে পারে। মন দিয়ে কাজ করুন। আজ দিনটি বেশ ভালোই যাবে।

মীনঃ আজ আপনি কোনো সত্যি কথা বললে শত্রু তৈরি হবে। বুঝে শুনে কথা বলার চেষ্টা করুন। উচিত কথাতে আপনার ক্ষতি হতে পারে। অসৎসঙ্গ এড়িয়ে চলুন।