বিপদের সম্ভাবনা এই জাতক রাশির, আপনার ভাগ্যে কী রয়েছে?

আজ, ৬ই এপ্রিল ( ২৩ শে চৈত্র) মঙ্গলবার রাশি অনুযায়ী জেনে নিন কেমন কাটবে আজকের দিনটি।

মেষঃ আজ আপনার জন্য দিনটি বেশ সুখকর। কোনো সুখবর আসতে পারে। মন দিয়ে নিজের কাজ করুন। কাজে সাফল্য পেতে পারেন।

বৃষঃ আজ আপনি কোনো বিষয়ে দুশ্চিন্তা গ্রস্ত হতে পারেন। ভেঙে পড়বেননা। মাথা ঠান্ডা রেখে কাজ করার চেষ্টা করুন। দিনটি খুব একটা ভালো যাবেনা।

মিথুনঃ আজ আপনার জন্য দিনটি বেশ ভালো। সাধারণ মানুষের জন্য সমাজসেবার কাজে বেশ ব্যস্ত থাকতে পারেন। মাথা ঠান্ডা রেখে কাজ করুন। কাজের সাথে নিজের প্রতি যত্নশীল হন।

কর্কটঃ আজ আপনার রাস্তায় বিপদের সম্ভাবনা আছে। বাইক বা সাইকেলে কোনো বিপদের সম্মুখীন হতে পারেন। চোখ কান খোলা রেখে রাস্তা দিয়ে হাঁটাচলা করুন।

সিংহঃ আজ আপনার ভালোবাসার মানুষের প্রতি আকর্ষণ কমতে পারে। অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। নিজের সঙ্গীকে পর্যাপ্ত সময় দিন। দাম্পত্য জীবনে বাধা আসতে পারে।

কন্যাঃ আজ আপনার বাতের ব্যথায় কষ্ট পাওয়ার সম্ভাবনা আছে। প্রতিদিন সকালে হাঁটতে বেরোন। বাতের ব্যথার জন্য ভালো কোথাও চিকিৎসা করান।

তুলাঃ আজ আপনি নিজের প্রতি যত্নশীল হন। কোনো বড় রোগের স্বীকার হতে পারেন। ভালো ডাক্তারের কাছে চিকিৎসা করান। ঠিক মতো পথ্য নিন।

বৃশ্চিকঃ আজ আপনার ভালোবাসার মানুষের প্রতি আকর্ষণ বেড়ে যেতে পারে। সঙ্গীকে পর্যাপ্ত সময় দিন। দাম্পত্য সুখ সুখকর হতে পারব। একে অপরের সাথে ভালো সম্পর্ক কাটান।

ধনুঃ আজ আপনার বাড়িতে আত্মীয় পরিজনদের সমাগম ঘটতে পারে। সকল আত্মীয়দের প্রতি যত্নশীল হন। আত্মীয় পরিজনের সাথে হাসি মজাতে দিনটি বেশ ভালোই কাটবে।

মকরঃ আজ আপনি অতিরিক্ত কাজের চাপে অথবা পারিবারিক বিবাদে মানসিক উদ্বেগের শিকার হতে পারেন। মন শান্ত রাখতে ভালো গান শুনুন অথবা যোগাভ্যাস করুন।

কুম্ভঃ আজ আপনি চোখের সমস্যায় ভুগতে পারেন। ভালো চোখের ডাক্তারের কাছে চিকিৎসা করান। চোখের প্রতি যত্নশীল হন।

মীনঃআজ আপনার বিপুল পরিমাণ অর্থ খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে। বুঝে-শুনে টাকা পয়সা খরচ করুন। আয়ের চেয়ে বেশি ব্যয় না করে টাকা জমাতে শিখুন। দিনটি খুব একটা ভালো যাবেনা।