সম্প্রতি বলিউডের হিট ছবি ‘দেবদাস’এর গানে নৌকার উপরেই চুটিয়ে নাচতে দেখা গিয়েছে শ্রীতমাকে। ‘দোলারে দোলারে’এর তালে খোলা আকাশের নীচে নদীর মাঝে নৌকার উপর নেচেই চর্চায় তিনি। এই ভিডিওতে লাল পার সাদা শাড়িতে একেবারে সাবেকি সাজেই দেখা মিলেছে তার। এদিন খোলা পিঠেই হাতে শাঁখা পলা সহযোগে আলতা পায়ে এই ভিডিওটি বানিয়েছেন শ্রীতমা, যা রীতিমতো নজর কেড়েছে অধিকাংশ নেটজনতার। নিজের ইনস্টাগ্রামের পাতা থেকে নিজের এই ভিডিওটি শেয়ার করে নেয়ার পর থেকে অনুরাগীদের পাশাপাশি নেটজনতার মাঝেও ভাইরাল হয়েছেন শ্রীতমা। প্রশংসায় ভরিয়েছেন সকলেই, ভাইরাল হওয়া ভিডিওর কমেন্টবক্সে চোখ রাখলেই দেখা মিলবে সেইসমস্ত মন্তব্যের। শ্রীতমার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে চোখ রাখলেই তার নাচের গোটা ভিডিওটি নজরে আসবে।
Dance Video: ব্লাউজ ছাড়াই ‘দেবদাস’ এর গানে নৌকার উপর দুর্দান্ত নাচ সুন্দরী যুবতীর, রইল ভিডিও
বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান…

আরও পড়ুন