কুমির যে অত্যন্ত ভয়ংকর একটি প্রাণী সেটা প্রায় সকলেই জানেন। টেলিভিশনে এই প্রাণী এবং তাদের চলাফেরা দেখে অনেকের মনেই ভীতির উদ্রেক হয়। তাদের কাছাকাছি যাওয়া বা তাদের সঙ্গে হাত মেলানোর কল্পনাও হয়তো কেউ করতে পারেন না। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে এক ব্যক্তি কুমিরের সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করছেন। তিনি শুধুমাত্র কুমিরের কাছাকাছি আসেননি, বরং তার সঙ্গে রীতিমত স্টান্ট করার চেষ্টাও করেছেন। ওই ব্যক্তির সিদ্ধান্ত স্পষ্টতই খুবই ভুল ছিল। তবে এই গোটা ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে সম্প্রতি ভাইরাল হয়ে উঠেছে। ভিডিওটি শেয়ার করেছেন ফেইগেন নামের একজন তুর্কি নারী। ১১ সেকেন্ডের এই ভিডিওটি টুইটারে শেয়ার করে লিখেছেন, ‘আমি জানিনা আপনাকে আমি কি বলবো!’
এই ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি, সরীসৃফটির পরিচর্যাকারী এক ব্যক্তি রীতিমতো একটি কুমিরের মুখের ভিতরে হাত দেওয়ার চেষ্টা করছেন। কমিটি বেশ খানিকক্ষণ মুখ খোলা রেখে বসে থাকে এবং রক্ষক তার সঙ্গে একটি স্টান্ট করার চেষ্টা করে। তার ডান হাতটি ছিল কুমিরের মুখের ভিতর। কিন্তু এই স্টান্ট তার জন্য দুঃস্বপ্ন হয়ে দাঁড়ায় যখন কুমিরটি হঠাৎ করে তার মুখ বন্ধ করে দেয়। রক্ষকের হাত তখনও তার মুখে আটকে। এই অবস্থায় তিনি কি করবেন!
ওই লোকটির হাতটা এখনো কুমিরের মুখে আটকে আছে। তারই মধ্যে ওই কুমির রক্ষকের হাত ধরার সাথে সাথে তার শরীরটিকে ঘোরাতে শুরু করে। একটা সময় এমন আসে যখন রক্ষককে বাধ্য হয়ে নিজের হাত বাঁচাতে ঘুরে যেতে হয়। কুমিরটি জোর করে তার হাত চেপে ধরে। একটা সময় দেখা যায় হাতটি রক্তে ঢেকে গেছে এবং হাতটি বাঁকা রয়েছে। তার হাতটি এই মুহূর্তে কি অবস্থায় রয়েছে এ ব্যাপারে কোন খবর নেই। তবে, এই লোকটির ভিডিওটি যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে সেটা নিঃসন্দেহে।
I don't know what to say to you bro!pic.twitter.com/oYoE2zRoHc
— Figen (@TheFigen) August 11, 2022