নিউজরাজ্য

বদলাচ্ছে দার্জিলিং মেলের যাত্রাপথ, ১৫ আগস্ট থেকে নতুন গন্তব্যে পৌঁছবে এই ট্রেন

বাঙালির পাহাড় ভ্রমণের নিত্যসঙ্গী এই দার্জিলিং মেল

Advertisement

উত্তরবঙ্গ যাত্রার জন্য বঙ্গবাসীর কাছে অন্যতম গুরুত্বপূর্ণ একটি এক্সপ্রেস ট্রেন হল দার্জিলিং মেল। বাঙালির পাহাড় ভ্রমণের নিত্য সঙ্গী দার্জিলিং মেলের এবার বদলে যাচ্ছে গন্তব্য স্টেশন। হ্যাঁ, ঠিকই শুনেছেন। দার্জিলিং মেলের শেষতম স্টেশনটি এবার বদলানো হচ্ছে। এতদিন পর্যন্ত একদম কাকভোরে দার্জিলিং মেল পৌঁছে যেত নিউ জলপাইগুড়ি অর্থাৎ এনজিপি স্টেশনে। তবে স্বাধীনতা দিবসের দিন থেকে তা পরিবর্তন হবে। ১৫ আগস্টের দিনে নিউ জলপাইগুড়িতে আর দাঁড়িয়ে থাকবে না দার্জিলিং মেল। এমনটাই নির্দেশিকা জারি করেছে ভারতীয় রেল।

শিয়ালদহ স্টেশন থেকে রাত ১০:০৫ মিনিটে ছাড়ে দার্জিলিং মেল। আপামর বঙ্গবাসী উত্তরবঙ্গ সফর হোক কি সিকিম যাত্রা হোক, ভরসা করে এই ট্রেনটির ওপরই। এছাড়াও নানাবিধ কাজ এবং নিত্যযাত্রীদের যাতায়াতের অন্যতম সঙ্গী দার্জিলিং মেল। তবে এবার ভারতীয় রেলের পক্ষ থেকে একটি নোটিশ দিয়ে বলা হয়েছে যে দার্জিলিং মেল এনজিপি বা নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছায় সকাল ৮ টা থেকে ৮:২৫ এর মধ্যে। এরপর এটি যাবে জলপাইগুড়ি স্টেশন। সেখানে পৌঁছাবে প্রায় সকাল ৯:২০ থেকে ৯:২২ এর মধ্যে। এরপর এটি পৌঁছাবে হলদিবাড়ি স্টেশনে। এই হলদিবাড়ি হল দার্জিলিং মেলের নবতম গন্তব্য স্টেশন। এই স্টেশনে ট্রেনটি পৌঁছাবে প্রায় ১০ টায়।

অপরদিকে আসার যাত্রাপথ আবার শুরু হবে সেই হলদিবাড়ি রেলস্টেশন থেকেই। ওই স্টেশন থেকে ট্রেনের যাত্রা শুরু হবে সন্ধ্যে ছটায়। তারপর ট্রেনটি নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছাবে ৭:৩৫ থেকে ৮ টার মধ্যে। তারপর নির্ধারিত সময় পরের দিন সকালে এই ট্রেনটি শিয়ালদহতে পৌঁছাবে। আসলে এনজিপি ছাড়াও উত্তরবঙ্গ, আসাম ও উত্তর-পূর্ব রাজ্যগুলির অফিসের অন্যান্য ম্যান হাব তৈরির চেষ্টা করছে রেল কর্তৃপক্ষ।

Related Articles

Back to top button