সিবিএসই দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষার সময়সূচি ঘোষিত হল, রইলো পুরো তালিকা

অবশেষে লকডাউনের চতুর্থ দফায় সিবিএসই বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণীর বাকি পরীক্ষাগুলোর দিন ঘোষণা করল সিবিএসই বোর্ড। কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল সোমবার সকালে টুইট করে পরীক্ষা সূচি ঘোষণা করেছেন। টুইটে বলা হয়েছে, আগামী পয়লা জুলাই থেকে ১৫ জুলাই পর্যন্ত দ্বাদশ শ্রেণীর পরীক্ষা শুরু হবে।

আর দশম শ্রেণীর বাকি পরীক্ষাগুলি হবে ১ জুলাই, ২ জুলাই, ১০ জুলাই, ১৫ জুলাই। এই দশম শ্রেণীর পরীক্ষাগুলি শুধুমাত্র দিল্লির হিংসার কারণে যে সমস্ত পড়ুয়ারা পরীক্ষা আদিতে পারেনি তাদের জন্য নেওয়া হবে। করোনা সংক্রমণ ও লকডাউনের জেরে সিবিএসই বোর্ডকে ৮১ টি বিষয়ের পরীক্ষা স্থগিত করতে হয়েছিল।

১ জুলাই থেকে ১৫ জুলাইয়ের মধ্যে সিবিএসই বোর্ডের দ্বাদশ শ্রেণীর পরীক্ষাগুলি হবে। প্রসঙ্গত, ১ এপ্রিল সিবিএসই বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছিল যে কলেজের ভর্তির জন্য যে সমস্ত বিষয়গুলি গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলির পরীক্ষা নেওয়া হবে। সব পরীক্ষায় বাতিল করে দেওয়া হয়েছিল। কিন্তু নতুন নির্দেশিকাতে আবার পরীক্ষা নেওয়া হবে বলে জানানো হয়েছে।