Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

মা ও মেয়ের অনবদ্য যুগলবন্দি, নাচেই মুগ্ধ সোশ্যাল মিডিয়া

কৌশিক পোল্ল্যে: সোশ্যালে নাচের ভিডিও এমন কিছু নতুন নয়; তবে সেই নাচই যদি হয় একটু অন্যরকম বা বলা চলে যা দেখলে নিশ্চিত আপনার মনও ছন্দে দুলে উঠবে। তাহলে তো একবার…

Avatar

কৌশিক পোল্ল্যে: সোশ্যালে নাচের ভিডিও এমন কিছু নতুন নয়; তবে সেই নাচই যদি হয় একটু অন্যরকম বা বলা চলে যা দেখলে নিশ্চিত আপনার মনও ছন্দে দুলে উঠবে। তাহলে তো একবার দেখতেই হয়, এমনটাই ভাবছেন তো? সেইজন্যই তো উঠে এসেছে আরও একটি অসাধারন নাচের ভিডিও। চেনা সংস্কৃতিই তবে একটু নতুন করে, নতুন ভাবে উপস্থাপন হওয়া সেই নাচ।

একজন নয়, ভিডিয়োতে নাচছেন দুজন। এ জুটি মা ও মেয়ের। খুবই অবাক করা বিষয় মা এর মতোই দক্ষ ভঙ্গিমায় যোগ্যসঙ্গত করছেন তারই খুদে মেয়ে। নাচের প্রতিটি স্টেপে ফুটে উঠছে তারই উজ্জ্বল্য। ভিডিয়োর শুরুতেই একই মুদ্রায় উভয়ের সূচনা হচ্ছে। তারপরই এল আসল চমক। ওডিশির প্রতিটি অঙ্গভঙ্গি খুঁজে পাবেন এই নৃত্যের আসল স্বাদে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : তুলকালাম কান্ড! শ্রীময়ীর সেটে জুন আন্টিকে প্রকাশ্যে চড় মারলেন ইন্দ্রানী হালদার

ভারতীয় শাস্ত্রীয় সংগীতের সুরে আরও এক ঐতিহ্য ভারতের ওডিশি নাচের অনবদ্য মিশেলে ছন্দ মিলিয়ে নৃত্য প্রদর্শনের এই ভিডিও বাজিমাত, করেছে সোশ্যাল মিডিয়ায়। সকলেই মা ও মেয়ের বহুল প্রশংসা করেছেন। কমেন্টবক্সে উপছে পড়ছে অনুরাগীদের শুভেচ্ছাবার্তা, সকলেই এই যুগলের নতুন ভিডিও দেখতে বিশেষ আগ্রহী। অসাধারন নাচের ভিডিওটি নীচে সাজানো রইল, অবশ্যই দেখে নিন।

About Author