নয়ন ঘোষ : প্রয়াত হলেন দেশের প্রাক্তন নির্বাচন কমিশনার টি এন সেশন। রবিবার চেন্নাইয়ে নিজের বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৭ বছর। দেশের দশম নির্বাচন কমিশনার হিসেবে ১৯৯০ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত তিনি নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেছেন তিনি।
তাঁর আমলেই শুরু হয়েছিল সচিত্র ভোটার কার্ড। এছাড়াও নির্বাচনী ক্ষেত্রে একাধিক সংস্কারমূলক কাজ করেছিলেন তিনি। অসাধারণ দক্ষতার সঙ্গে নির্বাচন কমিশনারের ভূমিকা পালনের জন্য তিনি ম্যাগসেসাই অ্যাওয়ার্ড পেয়েছেন। ১৯৯৬ সালে তিনি এই পুরস্কারে পুরস্কৃত হন।
আরও পড়ুন : মহারাষ্ট্রে সরকার গড়তে অস্বীকার বিজেপির, শিবসেনাকে আহ্বান রাজ্যপালের
এছাড়াও দেশের নির্বাচন জালিয়াতি মুক্ত করতে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছিলেন তিনি। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।