শীঘ্রই মিলবে সুসংবাদ, আয় বাড়বে এক ধাক্কায় অনেকটা, জানুন কত টাকা বাড়বে বেতন?
কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বাড়তে চলেছে মহার্ঘ ভাতা
মে মাসে খুচরা মুদ্রাস্ফীতি পৌঁছে গিয়েছে ৭.০৪ শতাংশের কাছাকাছি। আরবিআই নির্ধারিত ৬ শতাংশের স্বাচ্ছন্দ স্তরের উপরে উঠে গিয়েছে এই মুদ্রাস্ফীতি। ৮ বছরের মধ্যে সর্বোচ্চ রয়েছে এই রেকর্ড। All india consumer price index এর পরিবর্তনের উপর ভিত্তি করে সংশোধিত হয়েছে মহার্ঘ ভাতা। এপ্রিলের তথ্য অনুসারে, AICPI সূচক দাঁড়িয়ে আছে মোটামুটি ১২৭.৭ শতাংশে। অর্থাৎ এখন যদি মেয়ে এবং জুন মাসের সূচক ১২৭ ছাড়িয়ে যায় তাহলে বৃদ্ধি পাবে মহার্ঘ ভাতা এবং তাও আবার মোটামুটি পাঁচ শতাংশ।
মনে করা হচ্ছে ১ জুলাই থেকে কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি হতে পারে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের আপাতত ৩৪% মহার্ঘ ভাতা পেয়ে থাকেন। সেই মহার্ঘ ভাতা এবারে ৩৯ শতাংশ হতে চলেছে। সরকারের তরফে এই সংক্রান্ত এখনো পর্যন্ত কোন ঘোষণা করা না হলেও খুব শীঘ্রই এই সংক্রান্ত ঘোষণা করা হবে বলে মনে করা হচ্ছে। অর্থাৎ কোন কর্মচারীর মূল বেতন যদি ৫৬,৯০০ টাকা হয়, তাহলে ৩৯ শতাংশ মহার্ঘ ভাতা পেলে সেই কর্মী অতিরিক্ত ২২,১৯১ টাকা পাবেন মহার্ঘ ভাতা হিসেবে।
বর্তমানে ৩৪ শতাংশ হারে অর্থাৎ ১৯,৩৪৬ টাকা মহার্ঘ ভাতা পাওয়া যাচ্ছে। ৫ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি হলে বেতন ২৮৪৫ টাকা বৃদ্ধি পাবে। অর্থাৎ সর্বমোট বছরে প্রায় ৩৪১৪০ টাকা আয় বৃদ্ধি পাবে। ডিএ এবং ডিঅার বাড়লে সরকারি কর্মীরা এবং ৬৫ লক্ষ পেনশনভোগী লাভবান হতে চলেছেন। সরকার বছরে দুবার মহার্ঘ ভাতা সংশোধন করে থাকে। চলতি বছরের শুরুতে একবার মহার্ঘ ভাতা সংশোধন করা হয়েছিল।
বর্তমানে মহার্ঘ ভাতা রয়েছে ৩৪ শতাংশ এবং এভারে যদি আরো পাঁচ শতাংশ বৃদ্ধি পায় তাহলে ৩৯ শতাংশ হতে চলেছে মহার্ঘ ভাতা। তারপরে এক ধাক্কায় অনেকটাই সুবিধা পেয়ে যাবেন সরকারি কর্মচারীরা। তবে রাজ্য সরকারের কর্মচারীদের মধ্যে এই নিয়ে এখনো পর্যন্ত ক্ষোভ রয়েছে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা যেভাবে মহার্ঘ ভাতা লাভ করে থাকেন, সেরকম মহার্ঘ ভাতা পায় না রাজ্য সরকারের কর্মীরা। তাই এই নিয়ে দ্বন্দ্ব চলবেই।