তড়িৎ ঘোষ: টেস্ট ক্রিকেট ও একদিনের ক্রিকেটে থাকলেও টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে ভারতের এই রেকর্ডটি এতদিন ছিল না। নাগপুরে ভারত বাংলাদেশের মধ্যে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে এই রেকর্ডটি পূরণ করলেন দীপক চাহার। পরপর তিন বলে বিপক্ষের তিনজন ব্যাটসম্যানকে আউট করে অর্থাৎ হ্যাটট্রিক করে ইতিহাসের পাতায় নাম লেখালেন দীপক চাহার।
হ্যাটট্রিক যে কোন বোলারের কাছে স্বপ্নের মতো। বিশ্ব টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসের পাতায় এতদিন এগারটি হ্যাটট্রিক লেখা থাকলেও কোন ভারতীয়দের নাম ছিল না তার মধ্যে। নাগপুরে দীপক চাহার ১৭.৬ ওভারে আউট করেন বাংলাদেশের শফিউল ইসলাম কে এরপর ১৯.১ ওভারে মুস্তাফিজুর রহমান ও ১৯.২ ওভারে আমিনুল ইসলামকে আউট করে হ্যাটট্রিক সম্পন্ন করেন। প্রথম ভারতীয় হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে হ্যাটট্রিক করেন তিনি।
দীপক চাহার এই ম্যাচে ৭ রান দিয়ে ৬ উইকেট নেন। যেটি টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে একজন বোলারের সেরা পারফরম্যান্স। এর আগে এই রেকর্ডটি ছিল শ্রীলঙ্কার অজন্তা মেন্ডিসের দখলে। মেন্ডিস ৮ রান দিয়ে ৬ টি উইকেট নিয়েছিলেন। তার সেই রেকর্ডটি ভেঙে তালিকায় শীর্ষস্থান দখল করলেন দীপক চাহার।