Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

প্রানে বাঁচতে ঘরে ঢুকল হরিণ, অদ্ভুত দৃশ্যে অবাক নেট দুনিয়া

স্টাফ রিপোর্টার: প্রাণ বাঁচাতে সোজা ঘরে ঢুকে গেল এক চিতল হরিণ। হ্যাঁ ঠিকই শুনছেন। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পাওয়াই-এর হনুমান তেকদি এলাকায়। এরফলে রীতিমতো চমকে গেছেন ওই বাড়ির মানুষ। জানা গেছে,…

Avatar

স্টাফ রিপোর্টার: প্রাণ বাঁচাতে সোজা ঘরে ঢুকে গেল এক চিতল হরিণ। হ্যাঁ ঠিকই শুনছেন। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পাওয়াই-এর হনুমান তেকদি এলাকায়। এরফলে রীতিমতো চমকে গেছেন ওই বাড়ির মানুষ। জানা গেছে, রবিবার খাওয়া-দাওয়ার পর ঘুমোচ্ছিলেন তারা। এরপর রাত দেড়টা নাগাদ হঠাৎ প্রবল আওয়াজে ঘুম ভাঙে তাদের। গৃহকর্তা উঠে দেখেন টিনের চাল ভেঙে ঘরে পড়ে আছে একটি চিতল হরিণ।

ঘটনাটি দেখে দ্রুত বন দপ্তরে খবর দিলে কর্মীরা এসে হরিণটিকে উদ্ধার করে নিয়ে যায়। আধিকারিকদের তরফে জানানো হয়েছে, হয়তো কোনো লেপার্ড হরিণটিকে ধাওয়া করেছিলো। প্রাণ বাঁচাতে আইআইটি বম্বে সংলগ্ন হনুমান তেকদির বস্তি এলাকায় ঢুকে পড়লে ওই বাড়ির ছাদ ভেঙে ভেতরে পড়ে যায়।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এমন অদ্ভুত দৃশ্য ভিডিও করে রাখেন বাড়ির সদস্যরা। পরে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই মুহূর্তে ভাইরাল হয় সেটি। ভিডিওটিতে দেখা যায়, ঘরে রয়েছে গ্যাস সিলিন্ডার, স্টিলের আলমারি, ফ্রিজ, টিভি, বিছানা এবং ঠিক পাশেই বসে রয়েছে হরিণটি।

এই বিষয়ে বন দপ্তরের আধিকারিক সন্তোষ কাঁক জানিয়েছেন, “ওই এলাকার বাসিন্দারা খবর দিলে হরিণটিকে উদ্ধার করে সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্কে নিয়ে যাওয়া হয়। সেখানে তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। সুস্থ হলেই তাকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।” তবে হরিণের এমন প্রাণ বাঁচানোর দৃশ্য এই প্রথম নয়। এর আগে গত ২১শে এপ্রিল এরকমই একটি ঘটনা ঘটেছিল। প্রাণ বাঁচাতে একটি হরিণ পাহাড় থেকে ঝাঁপ দিলে তার মৃত্যু হয়।

About Author