শ্রেয়া চ্যাটার্জি – অষ্টম শ্রেণির বিজ্ঞান এর বইয়ের পাতায় করোনা ভাইরাস এর নাম। World Health Organisation এর মতে ২০০২ এর নভেম্বর থেকে ও ২০০৩ এর জুলাই মাসে দক্ষিণ এশিয়ায় চীনের বিশেষ করে হংকংয়ে এটি ভয়াবহ আকার ধারণ করে। এইভাবে শুরু হয় পাঠ্যসূচিতে প্রথম বর্ণনা। এরপরে কিভাবে এই রোগটি উত্তর দক্ষিণ আমেরিকা এবং বিভিন্ন দেশে পৌঁছে যায় এবং এই রোগের কি লক্ষণ তার সম্পর্কের রায় ও মার্টিন এর এই সহায়িকা বইটিতে বিস্তৃত বলা রয়েছে।
এই রোগটি হলে শরীরের তাপমাত্রা বেশি থাকে, গলা ব্যথা কাশি এবং শ্বাসকষ্ট অনেকদিন ধরে স্থায়ী থাকে। রোগটি থেকে বাঁচতে রোগীর সাথে দূরত্ব বজায় রাখা উচিত এবং নাকে মুখে মাস্ক দিয়ে চাপা দেওয়া উচিত।
বর্তমানে এই রোগটি গোটা বিশ্ব দাপিয়ে বেড়াচ্ছে। কোন যুদ্ধ নয়, কোন দুর্ভিক্ষ নয়, কোনো রক্তপাত নেই, তা সত্ত্বেও একটার পর একটা দেশ কাঁপিয়ে বেড়াচ্ছে ভাইরাসটি। কেড়ে নিচ্ছে কত প্রাণ। মৃত্যু হচ্ছে হাজার হাজার মানুষের। বিদ্যালয় ছেলেমেয়েদেরও এই রোগটি সম্পর্কে জানা দরকার। কি লক্ষণ দেখা যেতে পারে এবং এই রোগটি থেকে বাঁচতে কি কি করা যায়, তার তালিকা ও মাথায় রাখা প্রয়োজন।