What’s App Tricks: হোয়াটসঅ্যাপের ডিলিট হয়ে যাওয়া বার্তা এই পদ্ধতিতেই পুনরুদ্ধার সম্ভব, জানুন
বর্তমান যুগে হোয়াটসঅ্যাপ ছাড়া একদিন কাটানোও অসম্ভব হয়ে পড়েছে। মেলের পাশাপাশি এখন প্রচুর গুরুত্বপূর্ণ তথ্য আদান-প্রদান বা ভিডিও কনফারেন্স হয় এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে। তবে অনেকসময় অনেকে ভুলবশত কিংবা ইচ্ছা করেই কোন বার্তা পাঠিয়ে সেটি মুছে দেন। আর যার পর সেটি দেখা সম্ভব হয় না। সেটি ‘ডিলিট ফর এভরিওয়ান’ হিসেবেই শো করে সকলের কাছে। তবে এখন থেকে সেই ডিলিট হয়ে যাওয়া বার্তাও দেখা সম্ভব। তার জন্য ছোট ছোট কিছু পরিবর্তন আনতে হবে হোয়াটসঅ্যাপের সেটিংসে।
প্রতিনিয়ত একাধিক আপডেট আসছে হোয়াটসঅ্যাপে। প্রযুক্তিগত দিক দিয়েও এটি অনেক উন্নত একটি অ্যাপ্লিকেশনে পরিণত হয়েছে। তবে এই হোয়াটসঅ্যাপে এমন অনেক সেটিংস কিংবা ট্রিকস্ রয়েছে, যা এখনও অজানা অনেকের কাছেই। এই মুহূর্তে তেমনি একটি ট্রিকস্ সামনে এসেছে, যার সাহায্যে ডিলিট হয়ে যাওয়া মেসেজ বা বার্তা দেখা যাবে।
বার্তা পাঠানোর কয়েক সেকেন্ডের মধ্যেই যদি কেউ সেটি উভয়ের জন্যই ডিলিট করে দেয় তাহলে, উল্টোদিকের মানুষটার মাথায় ঘুরপাক খায় কেন ডিলিট করলো? কি বার্তা এসেছিল? তবে সেটি জানার উপায় না থাকায় একটা অস্বস্তিতে পড়তে হয় অনেককেই। তবে এবার সেই অস্বস্তি থেকে মিলবে মুক্তি। উল্লেখ্য, ‘হোয়াটস ডিলিট: রিকভার ডিলিটেড মেসেজ’ এই অ্যাপের মাধ্যমেই ডিলিট হয়ে যাওয়া বার্তা পুনরুদ্ধার করা সম্ভব।
প্রথম প্লেস্টোর থেকে এই অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। এরপর হোয়াটসঅ্যাপের সেটিংসে কিছু পরিবর্তন আনতে হবে, যাতে এই অ্যাপটি সঠিকভাবে কাজ করতে পারে। আর যার সাহায্যে ডিলিট হয়ে যাওয়া মেসেজ পুনরায় পুনরুদ্ধার করা যায়। উল্লেখ্য, অটো ডাউনলোডে গিয়ে সমস্ত বিকল্পের জন্য অনুমতি দিতে হবে। তবেই এটি কোন অডিও, ভিডিও আর মেসেজ ডাউনলোড করে সেটি আপনার সামনে তুলে ধরবে। এটি নিজে থেকে কোন ফাইল ডাউনলোড করতে না। সমস্ত সেটিংস সম্পূর্ণ হলেই কেল্লাফতে। এরপর ডাউনলোড করা অ্যাপটি খুললেই ডিলিট হয়ে যাওয়া সমস্ত ফাইল কিংবা মেসেজ আপনার নজরের সামনে চলে আসবে।