দিল্লি বিধানসভা নির্বাচন: ভোট দিলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী
শনিবার দিল্লির বিধানসভা নির্বাচন শুরু হয়েছে সকাল ৮ টায়। কঠোর নিরাপত্তার মধ্যে চলছে ভোট গ্রহন পর্ব। ভোট গ্রহন শেষ হবে সন্ধ্যা ৭ টায় এবং ভোটগণনা হবে আগামী ১১ ফেব্রুয়ারি। এবার দিল্লিতে ১৪.৭ লক্ষ ভোটার রয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, কংগ্রেস নেতা রাহুল গান্ধী, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, বিজেপি নেতা মনোজ তিওয়ারি এবং কংগ্রেসের অন্তর্বর্তী সভাপতি সোনিয়া গান্ধী প্রমুখ ব্যক্তিবর্গ সকাল সকাল তাদের ভোট দিয়েছেন। ভোটগ্রহণ পর্বে সামিল ছিলেন অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন রাজনৈতিক দলের প্রথম সারির নেতা-নেতৃবৃন্দ। এতক্ষণ পর্যন্ত ভোট দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সুনীল অরোরা, ইলেকশন কমিশনার সুশীল চন্দ্র ও তাঁর স্ত্রী নীলু চন্দ্র।
নিউ মতিবাগের ৯৯ নম্বর ভোটকেন্দ্রে ভোট দিয়েছেন বর্ষীয়ান বিজেপি নেতা এলকে আদবানি এবং তাঁর মেয়ে প্রতিভা আদবানি। মনোজ তিওয়ারি এদিন ভোট দিয়ে বেরিয়ে বলেন, ‘আমার ষষ্ঠ ইন্দ্রিয় বলেছে এবার দিল্লিতে ক্ষমতায় আসবে বিজেপির সরকার।’ কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ছাড়াও প্রিয়াঙ্কা গান্ধী, রাহুল গান্ধী তাদের ভোটদান করেছেন। প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং, তার স্ত্রী গুরশরণ সিং-ও ভোট দিয়েছেন। দিল্লির সবচেয়ে প্রবীণ ভোটার কালিতারা মন্ডলও তার ভোট প্রদান করেছেন। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও তার স্ত্রী সবিতা কোবিন্দ রাজেন্দ্র প্রসাদ কেন্দ্রীয় বিদ্যালয়ে ভোট দিয়েছেন। দিল্লির ডেপুটি সিএম ও আম আদমি পার্টির নেতা মনিশ সিসোদিয়া ও তার স্ত্রী সীমা সিসোদিয়া তাদের ভোট প্রদান করেছেন পাণ্ডব নগরীর এমসিডি স্কুলে। কেজরিওয়াল পরিবার তাদের ভোট দিয়েছেন।
আরও পড়ুন : আবারও দিল্লির ক্ষমতায় ফিরবে আপ সরকার, আশাবাদী কেজরিওয়াল
ভোট দিয়েছেন বিজেপি সাংসদ মিনাক্ষী লেখি। বলিউড অভিনেত্রী তপসী পান্নু পরিবারের সঙ্গে ভোট দেওয়ার ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। প্রাক্তন রাষ্ট্রপতি হামিদ আনসারি এবং RSS এর প্রবীণ নেতা রাম লালা তাদের ভোট প্রদান করেছেন। গ্রেটার কৈলাশের একটি ভোটকেন্দ্রে দিল্লির উপ-রাজ্যপাল অনিল বাইজাল ও তাঁর স্ত্রী মালা বাইজল ভোট দিয়েছেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডাঃ হর্ষবর্ধন তাঁর মাকে নিয়ে রতন দেবী পাবলিক স্কুলে তাদের ভোট দিয়েছেন। সিএএ, এনআরসি নিয়ে বিতর্কে থাকা শাহীনবাগেও প্রচুর ভোটারদের লাইন দেখা গেছে।