দিল্লি বিধানসভা নির্বাচন ২০২০: ‘আমরা উন্নয়ন চাই, বিজেপি বিভেদ চায়’: দিল্লির মুখ্যমন্ত্রী
প্রথম পূর্ণ মেয়াদের সরকার চালানোর পর শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং জনগণের ক্ষমতার উপর দৃঢ় মনোনিবেশ করেন তারা। আবারও দিল্লির ক্ষমতায় ফিরে এলে সাধারণ মানুষকে পরিচ্ছন্ন দিল্লি, জল এবং দূষণমুক্ত পরিবেশ উপহার দেওয়ার বিষয়কে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে আম আদমি পার্টি (আপ), একটি সাক্ষাৎকারে জানালেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র ‘নির্যাতন ও হিংসার’ রাজনীতির উল্লেখ করে হতাশা প্রকাশ করেন। কেজরিওয়াল বলেন যে, নির্বাচনের আগে তিনি শাসন ও নাগরিক বিষয় নিয়ে বক্তব্য রাখতে চেয়েছিলেন।
কিন্তু তখন বিজেপি কেবল শাহিনবাগে ‘হিন্দু বনাম মুসলিম’ এবং সেখানে নাগরিকত্ব (সংশোধন) আইনের বিরুদ্ধে চলা বিক্ষোভের বিষয়ে কথা বলছিল। তিনি আরও বলেন, কেন্দ্রীয় সরকার ইচ্ছাকৃতভাবে সেখানে অপ্রীতিকর পরিস্থিতি তৈরী করে বিক্ষোভ চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছিল। ‘আমি বলি আরও স্কুল করা যাক; তারা শাহীনবাগের প্রসঙ্গ টেনে আনে। আমি বলি, আরও বেশি হাসপাতাল তৈরি করা যাক; তারা শাহীনবাগের প্রসঙ্গ টেনে আনে।
আরও পড়ুন : ডিটেনশন ক্যাম্প ছাড়া সব বিক্রি করে দেবে বিজেপি : মমতা বন্দ্যোপাধ্যায়
আমি নিরবচ্ছিন্ন বিদ্যুত সরবরাহ সম্পর্কে কথা বলি; তারা শাহীনবাগ নিয়ে কথা বলে। দিল্লিতে যেন আর কোনও ইস্যু নেই?’ আক্ষেপের সুরে বলেন কেজরিওয়াল। কেজরিওয়াল আরও বলেন, ‘কেন তারা এই প্রতিবাদ শেষ করছে না – অমিত শাহের মতো কোনও স্বরাষ্ট্রমন্ত্রী কি সমাধানের রাস্তা বের করতে পারবেন না? আসলে তারা ভোটারদের মেরুকরণ করার চেষ্টা করছে। ১১ ই ফেব্রুয়ারি এটি পরিষ্কার হয়ে যাবে যে দিল্লিতে মেরুকরণ কাজ করেছিল কি না।’