সোমবার রাতে দক্ষিণ-পূর্ব দিল্লির তুঘলকাবাদ বস্তিতে ভয়াবহ অগ্নিকান্ড ঘটে। প্রায় ১৫০০ ঘর পুড়ে গিয়েছে। বহু মানুষ গৃহহীন হয়ে পড়েছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। রাত ১২ টা ৫০ মিনিট নাগাদ দমকল আসে। ২৮ টি ইঞ্জিনের সাহায্য লাগে। রাত ৩ টা ৪০ মিনিট নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে।
দমকল থেকে জানানো হয়, প্রায় ২ একর জায়গা জুড়ে আগুন ছড়িয়ে পড়েছিল। কয়েকশ মানুষ ঘর ছাড়া হয়ে গেছেন। সরকারের পক্ষ থেকে এখন ক্ষয়ক্ষতির হিসাব করা হচ্ছে। কোনো মানুষের ক্ষতি হয়নি। কারণ আগুন লাগার সাথে সাথেই মানুষ ঘর ছেড়ে বেরিয়ে এসেছিলেন।
দিল্লি সাউথ ইস্ট পুলিশের ডেপুটি কমিশনার রাজেন্দ্র প্রসাদ মিনা বলেছেন যে রাত ১ টা নাগাদ দমকলে আগুন লাগার খবর আসে। দ্রুত সেখানে আসা হয়। প্রায় হাজার থেকে দেড় হাজার ঘর পুড়ে গিয়েছে বলে তিনি জানিয়েছেন।