দেশনিউজ

রাজধানীতে বিশাল ভূমিকম্পের আশঙ্কা, সাবধান করলেন ভূ-বিজ্ঞানীরা

Advertisement

নিয়মিত হালকা ভূ-কম্পনের ঘটনা ঘটে চলেছে ভারতের জাতীয় রাজধানী অঞ্চল দিল্লিতে। তবে এবার আর মৃদু কম্পন নয়, বিশালাকার ভূমিকম্পের আশঙ্কা প্রকাশ করেছেন ভূ-বিজ্ঞানীরা। ভূ-বিজ্ঞানীদের ধারণা, এই যে বারেবারে কেঁপে উঠছে দিল্লি, হতে তা কোন বড় ধাক্কার ঈঙ্গিত। গত ১২ ই এপ্রিল থেকে ২৯ মে পর্যন্ত দিল্লি এলাকায় মোট ১০ বার ভূ-কম্পন অনুভূত হয়েছে। তার থেকেই এমন অনুমান করছেন ভূ-বিজ্ঞানীরা। কারণ হিসেবে তারা জানিয়েছেন, ছোট ছোট এই কাঁপুনি বড় কোন দুর্ঘটনার ঈঙ্গিত বহন করছে।

ওয়াডিয়া ইনস্টিটিউট অফ হিমালয়ান জিওলোজির প্রধান ডঃ কালাচাঁদ সেইন এ বিষয়ে জানান, কোথায়, কখন এই ধরনের বড় প্রাকৃতিক দুর্যোগ নেমে আসতে পারে তা আগাম অনুমান করা না গেলেও, এই ধরনের দুর্ঘটনা বড় কোন ধ্বংসের ঈঙ্গিত বহন করে আনে। দিল্লি ও নয়ডা এলাকায় নিয়মিত যে ভূ-কম্পনের ঘটনা ঘটে চলেছে তা থেকে যে কোন মুহূর্তে বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে বলে জানিয়েছেন তিনি।

ফল্ট ফোর এলাকায় অবস্থিত দিল্লির ভূমিভাগের নীচে নিয়মিত কম্পনের ঘটনা ঘটে চলেছে। এর থেকে বড় ধরনের বিপদের আশঙ্কা রয়েছে। মানুষের অসতর্কতার কারণে যে কোন সময় ভেঙে পড়তে পারে দিল্লির পরিকাঠামো। আইআইটি-র গবেষক চন্দন ঘোষ এ বিষয়ে জানান, সিসমিক জোন ৪-এ অবস্থিত হওয়া সত্ত্বেও দিল্লিতে নির্মীয়মান সংস্থাগুলো ভূমিকম্প প্রতিরোধক নির্দিষ্ট নিয়ম মেনে চলছে না। যা মানুষের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে। ইন্ডিয়ান মেটেরোলোজি ডিপার্টমেন্টের প্রাক্তন কর্তা ড. এ কে শুক্লা জানিয়েছেন, যে কোন মুহূর্তে দিল্লিতে রিখটার স্কেলে ৬ থেকে ৬.৫ মাত্রায় ভূমিকম্প হওয়ার সম্ভাবনা রয়েছে।

Related Articles

Back to top button