নয়াদিল্লি: গ্রেফতার প্রজতন্ত্র দিবসে (Republic Day) লাল কেল্লায় (Red Fort) ঢুকে তাণ্ডব চালানোর ঘটনায় অভিযুক্ত দীপ সিধুকে গ্রেফতার করল দিল্লি পুলিশের (Delhi Police) বিশেষ বিভাগ। কৃষক আন্দোলনকে ইন্ধন জুগিয়েছিলেন দীপ সিধু (Deep Sidhu)। কিন্তু কৃষকদের (Farmers) একাংশ তাঁকে বিজেপির (BJP) লোক বলে মনে করেন। তাঁরা জানিয়েছিলেন, কৃষক আন্দোলনের মোড় ঘোরানো এবং অন্যদিকে চালিত করার চেষ্টা করেছিলেন দীপ সিধু।
প্রজাতন্ত্র দিবসের দিন লাল কেল্লায় ঢুকে ভাঙচুর চালানো ও পতাকা ওড়ানোরর ঘটনায় মূল অভিযুক্ত ছিল দীপ সিধু। এই ঘটনার পর গা ঢাকা দেন তিনি। তবে সোশাল মিডিয়া একাধিক ভিডিও আপলোড করেন তিনি। এরপর দীপ সিধুকে ধরে দিতে পারলে ১ লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করে দিল্লি পুলিশ। এরপর দীপ সিধুকে খোঁজার জন্য শুরু হয় চিরুনি তল্লাশি। অবশেষে মঙ্গলবার সকালে পুলিশের খপ্পরে পড়েন দীপ সিধু।
লালকেল্লা সহ দিল্লিতে হাঙ্গামা করতে কৃষকদের উস্কেছিলেন পঞ্জাবি গায়ক ও অভিনেতা দীপ সিধু। এমনই চাঞ্চল্যকর দাবি করেন ভারতীয় কিষাণ ইউনিয়নের হরিয়ানা ইউনিটের প্রধান গুরনাম সিং চাদুনি। প্রজাতন্ত্র দিবসের দিন লাল কেল্লার নিরাপত্তা বলয় ভেঙে ভেতরে ঢুকে পড়েন আন্দোলনকারী কৃষকরা। শুধু তাই নয়, লালকেল্লার গম্বুজে উঠে ধর্মীয় পতাকা তুলে দেওয়া হয়। এ নিয়ে গুরনাম সিং বলেছিলেন, ‘দীপ সিধুই আন্দোলনকারী কৃষকদের লাল কেল্লায় নিয়ে গিয়েছিলেন। কৃষকদের লাল কেল্লায় যাওয়ার কোনও পরিকল্পনা ছিল না।’