দিল্লি : করোনায় এখনো পর্যন্ত দেশে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫,৫০০ এরও বেশি এবং মৃত্যু হয়েছে ১৬৬ জনের। যার মধ্যে দিল্লিতে আক্রান্তের সংখ্যা ৬৬৯ জন এবং মৃত্যু হয়েছে ৯ জনের। এমন সংকটজনক অবস্থায় দিল্লির সরকার সমস্ত দিল্লিবাসীকে উন্মুক্ত জনসমক্ষে মাস্ক পরিধান অাবশ্যক ঘোষণা করেছে। দিল্লির ২০ টি করোনা হটস্পট চিহ্নিত অঞ্চলকে সিল করে দেওয়া হয়েছে। দিল্লিতে এমন সংকটজনক করোনার প্রভাবে দিল্লির সরকার এমনই সিদ্ধান্ত নিয়েছে।
এদিন দিল্লির জনপ্রিয় বাজার ‘বেঙ্গলি মার্কেট’ সিল করে দেওয়া হল। ইতিমধ্যে সেখানে ৩ জন করোনা আক্রান্তের খোঁজ মিলেছে। নতুন করে আবার করোনা সংক্রমণ ধরা পড়ায় জীবাণুর প্রভাব বিস্তারের আগেই বন্ধ করা হল এই বাজার। যার ফলে বদলে গিয়েছে গমগম ও মানুষের ভিড়ে ব্যস্ত সেই আগের বাজারের রূপ।
এদিকে দিল্লিতে লক ডাউন জারি থাকার পরও এক বাঙালি কেকের দোকান খোলা রাখায় ওই দোকানের বিরুদ্ধে এফআইআর করেছে পুলিশ। এছাড়া পুলিশ জানিয়েছে, ওই দোকানের ছাঁদে ঘেঁষাঘেঁষি করে ৩৫ জন কর্মী বাস করছিলেন। কিন্তু দোকানের মালিক সেই অভিযোগ সম্পুর্ন মিথ্যে বলে দাবি করেছেন। তিনি জানান গত ২৫ মার্চ থেকেই তার দোকান বন্ধ। তাই পুলিশের মিথ্যা অভিযোগের জন্য পুলিশের বিরুদ্ধে ওই কেকের দোকানের মালিক ‘মানহানি’-র মামলা করতে চলেছেন।