ফের পিছিয়ে যেতে পারে ফাঁসির রায়, পবনের নতুন করে পিটিশন জারি
ফের পিছিয়ে যেতে পারে নির্ভয়া মামলার ফাঁসির রায়। এর আগে ও দুবার আইনি জটিলতার জন্য পিছিয়ে গিয়েছিল ফাঁসির রায়। এবার ও ফাঁসি পেছনোর জন্য নতুন করে আবার ক্ষমা প্রার্থনা জানিয়েছে অক্ষয় ঠাকুর। এএনআই সূত্রের খবর অনুযায়ী অক্ষয় ঠাকুর দাবী করেছে যে আগের আবেদনটিতে সব তথ্য ছিল না।
অপরদিকে , পবন কুমার গুপ্ত কিউরেটিভ পিটিশন দাখিল করিয়েছে, যেটার জন্য সোমবার সুপ্রিম কোর্টে বিচারপতি রামানার নেতৃতে ৫ সদস্যের সাংবিধানিক বেঞ্চে তার শুনানি করা হবে। মঙ্গলবার ফাঁসির দিন ঠিক করা হয়েছিল। কিন্তু এই পিটিশনের জন্য ফাঁসির সাজা ফের পিছিয়ে যেতে পারে। এর আগে পবন পিটিশন দাখিল করেনি। আর অক্ষয় আগে একবার ক্ষমার আর্জি জানিয়েছিল কিন্তু রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সেটা খারিজ করে দিয়েছিলেন।
আরও পড়ুন : পুলওমায়া হামলায় গ্রফতারি, NIA-র হেফাজতে আত্মঘাতী জঙ্গি
তারপর ও অক্ষয় ফের নতুন তথ্য দিয়ে আর্জি জানিয়েছে। নিরভয়ার পরিবারের অভিযোগ যে ইচ্ছে করে দোষীরা নানা বাহানাতে বারবার ফাঁসি পিছিয়ে দেবার চেষ্টা করছে। বার বার করে ফাঁসির দিন পিছিয়ে যাওয়াতে কবে যে ফাঁসি হবে সেটা নিয়ে ধন্দ তৈরি হয়েছে।