Today Trending Newsদেশনিউজ

দিল্লির সহিংসতা : দফয় দফায় সংঘর্ষে চলেছে দিল্লির বিভিন্ন এলাকায়, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭

Advertisement

সিএএ কে কেন্দ্র করে আবার মৃত্যু, উত্তপ্ত রাজধানী দিল্লি। সোমবার দিল্লির জাফরাবাদে সিএএ বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে হিংসা ছড়িয়ে পড়ে জাফরাবাদ মেট্রো স্টেশন থেকে মৌজপুর পর্যন্ত। জাফরাবাদ, গোকুলপুরী, মৌজপুর, বাবরপুর, ভজনপুরা-সহ একাধিক এলাকায় সিএএ কে কেন্দ্র করে সংঘর্ষ হয়, আহত হয়েছেন বহু মানুষ। গতকাল একদিকে মার্কিন প্রেসিডেন্টের সফরকে কেন্দ্র করে উৎসাহ, তার স্বাগত জানাতে নানা আয়োজন, আনন্দের পরিবেশ, অপরদিকে জ্বলল রাজধানী দিল্লি। সোমবার প্রায় সারাদিনই উত্তরপূর্ব দিল্লির একাধিক জায়গায় একের পর এক সংঘর্ষে মৃত্যু র সংখ্যা ৭ জন, আহত হয়েছেন ১৬০ জন, যার মধ্যে অনেকেই পুলিশকর্মী। এর মধ্যে রতন লাল নামে এক পুলিস কনস্টেবলের মৃত্যুতে ছড়িয়েছে উত্তেজনা। সোমবার সারারাত দফয় দফায় সংঘর্ষে চলেছে বিভিন্ন এলাকায়।

সোমবার গোলামালের মধ্যে প্রকাশ্য রাস্তায় গুলি চালাতে দেখা গিয়েছেলাল টি-শার্ট পরা শাহরুখ নামে এক যুবককে, অনেকে বলছে তার গুলিতেই নিহত হয়েছেন দিল্লি পুলিসের কনস্টেবল রতনলাল। পুলিশ ওই যুবককে গ্রেফতার করেছে। ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে ৩৫ কোম্পানি আধাসেনা।

আরও পড়ুন : ট্রাম্প-মোদী বৈঠক, স্বাক্ষরিত হল ৩০০ কোটির প্রতিরক্ষা চুুুক্তি

হামলাকারীরা গোকুলপুর টায়ার মার্কেট জ্বালিয়ে দিয়েছে।যার রেশ মঙ্গলবারও বর্তমান। মার্কেটের সামনে একাধিক যানবাহন ভাঙচুর করা হয়েছে, গাড়ির কাচ ভেঙে দেওয়া হয়েছে, সোমবার দিল্লিতে সংঘর্ষে এইরুপ চিত্র উঠে এসেছে। বাবরপুর ও মৌজপুরে সংঘর্ষের পরিবেশ বর্তমান। বিশেষ বৈঠকে বসেছেন অমিত শাহ, দিল্লির উপ-রাজ্যপাল, অরবিন্দ কেজরীবাল। সবাইকে শান্তি বজায় রাখতে বলেছেন কেজরীবাল।

Related Articles

Back to top button