Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ঘন কুয়াশার কারণে কলকাতা থেকে বাতিল বেশকিছু বিমান, বিপদে যাত্রীরা

শীত আসছে আসছে করে যখন এল তখন একেবারে মানুষকে বুঝিয়ে দিল ছটা ঋতুর মধ্যে তার প্রভাব ও গরমের থেকে কোন অংশে কম নয়। গ্রীষ্মের দাবদাহে আমরা যেমন ছটফট করি, তেমনি…

Avatar

শীত আসছে আসছে করে যখন এল তখন একেবারে মানুষকে বুঝিয়ে দিল ছটা ঋতুর মধ্যে তার প্রভাব ও গরমের থেকে কোন অংশে কম নয়। গ্রীষ্মের দাবদাহে আমরা যেমন ছটফট করি, তেমনি ভয়ংকর শীতে আমাদের কিন্তু বেশ কাবু করেছে।

শীতের সাথে সাথে সকাল ঢেকে গেছে ঘন কুয়াশায়, ঘন কুয়াশার চাদর ভেদ করে বিমানের পক্ষে যাতায়াত করা সম্ভব হচ্ছে। তাই বিমান পরিষেবা খানিকটা বিঘ্নিত হয়েছে। আজ বাতিল করা হয়েছে ইন্ডিগোর বেশ কয়েকটি বিমান, সবমিলিয়ে প্রায় ৬ টি বিমান বাতিল হল আজ। হঠাৎ করে বিমান বাতিল হওয়ার ফলে নিত্যযাত্রীরা বেশ বিপদে পড়েছেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

কলকাতা থেকে দিল্লি গামী, কলকাতা থেকে জয়পুরগামি, কলকাতা থেকে দিল্লি এবং কলকাতা থেকে আমেদাবাদ, কলকাতা থেকে লখনৌর বেশ কয়েকটি বিমান বাতিল করা হয়েছে।

কদিন আগে রেল অবরোধ, রাস্তা অবরোধের নিত্যযাত্রীদের বেশ নাকাল হতে হয়েছিল, এবার স্থলপথে রেলপথের পাশাপাশি বিমান পথেও বাধ সাধল প্রকৃতি। ঘন কুয়াশার জেরে বাতিল করা হলো বেশ কয়েকটি বিমান।

About Author