Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

লকডাউনকে কাজে লাগিয়ে একতরফা বিল পাস করেছে কেন্দ্র, বিস্ফোরক ডেরেক ও’ব্রায়েন

কলকাতা: দীর্ঘ লকডাউনের পর সাধারণ মানুষ যখন নিউ নর্ম্যাল হওয়ার চেষ্টা করছে, কাজ হারিয়ে থাকা মানুষগুলো যখন কোনও একটা কাজ পেয়ে দিন যাপন করার চেষ্টা করছে, ঠিক তখন লকডাউনের সুযোগ…

Avatar

কলকাতা: দীর্ঘ লকডাউনের পর সাধারণ মানুষ যখন নিউ নর্ম্যাল হওয়ার চেষ্টা করছে, কাজ হারিয়ে থাকা মানুষগুলো যখন কোনও একটা কাজ পেয়ে দিন যাপন করার চেষ্টা করছে, ঠিক তখন লকডাউনের সুযোগ নিয়ে একের পর এক একতরফাভাবে বিল পাস করিয়ে নিচ্ছে ‘স্বৈরাচারী’ কেন্দ্র। এমন বিস্ফোরক মন্তব্য করেছেন ডেরেক ও’ব্রায়েন।

রাজ্যসভার টুইটার হ্যান্ডেলে একটি পোস্ট করা হয়েছে, যেখানে বলা হয়েছে, সংসদে আসন্ন বাদল অধিবেশনে ২৩টি নতুন বিলের একটি তালিকা করা হয়েছে। যা অধিবেশনে পেশ করার পর পাস করা হবে। আর রাজ্যসভার এই ট্যুইটের পরেই বিস্ফোরক মন্তব্য করেন ডেরেক।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তিনি টুইটারে লিখেছেন, ‘কোনও প্রশ্নের-উত্তরে প্রয়োজন নেই। জিরো আওয়ারও অর্ধেক করা হয়েছে। এদিকে ১৭টি বিলের তালিকা পাঠানো হয়েছে। যেগুলি বাদল অধিবেশনেই পাস করানো হবে। মাত্র ছ’টি বিল স্কুটিনির জন্য পাঠানো হয়েছিল। এর মধ্যে ১১টি সংশোধনী বিল সহ আরও ২৩টি নতুন বিল রয়েছে। কার্যত লকডাউনের সুযোগ নিয়ে ‘স্বৈরাচারী’ কেন্দ্রীয় সরকার একের পর এক নতুন বিল পাস করিয়ে চলেছে।’ এভাবেই কার্যত মোদি সরকারকে তোপ দাগলেন ডেরেক। যদিও বিপরীত পক্ষ থেকে এখনও এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

About Author