২০১৯ কাটল ভালোয় মন্দে, কখনো অতিরিক্ত তাপমাত্রা, কখনো বৃষ্টিপাত কখনো সাইক্লোন, কখনো বন্যা কখনো আবার বেশ ঠান্ডা। কদিন ধরেই ভারতবর্ষের জাঁকিয়ে শীত পড়েছে। তবে জায়গায় জায়গায় ভিন্ন সময় শীত প্রবেশ করেছে। কোথাও কোথাও পশ্চিমী ঝঞ্ঝার বাধ সাধলেও দিলেও ঠান্ডায় ঠক ঠক করে কাঁপছে গোটা ভারত বর্ষ।
তবে রাজস্থানের শিকারের তাপমাত্রা একেবারে -৪ ডিগ্রিতে নেমে গেল হঠাৎই। রাজস্থানের তাপমাত্রা গরমকালে অতিরিক্ত গরম। তবে বালিয়াড়ির জায়গা হওয়ার জন্য এখানে সকালে এবং রাতে তাপমাত্রার বেশ ফারাক দেখা যায়। সকালে বালি অতিরিক্ত গরম হয়ে গিয়ে তাপমাত্রা বেড়ে যায় এবং রাতে বালি তাড়াতাড়ি তাপ ছেড়ে দিলেই তা অনেকটা কমে যায়। কিন্তু এ তো গেল গরম কালের কথা, শীতকালে তাপমাত্রা নেমে গিয়েছে প্রায় -৪ডিগ্রিতে।
আরও পড়ুন : রেকর্ড শীত দিল্লীতে, ২.৪ ডিগ্রি সেলসিয়াসে নামল তাপমাত্রা
এবারে যেমন অতিরিক্ত গরম যেমন বেশ সাইক্লোন এর প্রভাব, তেমনই বেশ হাড় কাঁপানো শীতে কাঁপছে ভারতবাসী। শীত প্রেমীরা তাই দারুণ উপভোগ করছেন এই সময়টা। কিন্তু যারা শীতকাতুরে তাদের হয়তো একটু কষ্ট হচ্ছে, সহ্য করতে বিশেষ করে বয়স্ক মানুষদের জুঝতে সময় লাগবে।
Rajasthan: Temperature dropped to minus 4 degree Celsius in Sikar, earlier today. pic.twitter.com/z3OBxRwVE3
— ANI (@ANI) December 28, 2019