টলিউডনিউজবিনোদন

মানবিক দেব আবারও এগিয়ে এলেন এক বৃদ্ধার পাশে, দিলেন ১০ হাজার টাকা

Advertisement

সাংসদ ও অভিনেতা দেব তাঁর বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে জানিয়েছিলেন, “অনেক সময় আমরা আমাদের সামনে সেই ব্যক্তির ভিডিও তৈরিতে এতটাই ব্যস্ত থাকি যে আমরা ভুলে যাই যে আমরা তাঁকে সহায়তা করতে পারি। এটি সত্যই যে সাহায্য করতে খুব বেশি সময় লাগে না।আপনার অভিনেতা, বা ডাক্তার, বা এমপি হওয়ার দরকার নেই। আপনার শুধু মানুষ হয় দরকার, ফোন টা নামিয়ে নিজের কাছে রাখুন এবং আপনার সামনের মানুষটিকে সাহায্য করুন।”

আবারও সাধারণ মানুষের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন সাংসদ অভিনেতা দেব। রামগঞ্জ চন্দ্রোকণায় থাকেন এক অসহায় বৃদ্ধা। বয়স প্রায় ৮০ র কাছাকাছি হবে । প্রাকৃতিক দুর্যোগের কারণে তাঁর বাড়ি ভেঙে যায়। সম্ভবত আম্ফানেই হয়তো তার বাড়ির এই করুন দশা হয়। তার একটি মাত্র ছেলে রয়েছে তবুও সামান্য বার্ধক্যভাতায় চলে তাঁর জীবন। এই ৮০ বছরের বৃদ্ধা এখনো অন্যের বাড়িতে পরিচারিকার কাজ করেন।

এই বৃদ্ধার কষ্ট দেখে এগিয়ে এলেন সংসদ দেব। দিলেন ১০ হাজার টাকা, একটি ত্রিপল ও কিছু ত্রাণ সামগ্রী। দেবের নিজের ম্যানেজারের করোনা হওয়ায় তিনি আপাততত কোয়ারেন্টাইনে। তবুও নিজের নৈতিক কর্তব্য পালন করে চলেছেন তিনি ও তাঁর টিম। আজ্ঞে হ্যা, শনিবার বিকেলে ওই অসহায় বৃদ্ধার কাছে পৌঁছে যায় দেবের টিম এবং কথা দেন যে অবিলম্বে ওই বৃদ্ধাকে একটি ছিটে বেড়ার বাড়ি করে দেওয়া হবে। কিছুদিনের মধ্যে সরকারি প্রকল্পের অধীনে তাঁকে পাকা বাড়িও করে দেওয়া হবে।

এখন প্রশ্ন হলো যে দেব এই কাজ করলেন কি ভাবে? উল্লেখ্য অনুসুয়া সরকার নামে এক মহিলা ঊষা দেবীর অবস্থা ট্যুইট করেন। এই খবর টুইটারে জানতে পেরে সঙ্গে সঙ্গে যোগাযোগ করেন দেব। এগিয়ে আসেন মানবিকতার মুখ নিয়ে। এর আগেও এই তারকা মরণাপন্ন রোগীর জন্য প্লাজমা জোগাড় করেন এবং তাঁর এই প্রচেষ্টা যথেষ্ট প্রশংসার যোগ্য।

Related Articles

Back to top button