বিজেপিতে যশ, সতীর্থ অভিনেতাকে শুভেচ্ছা জানালেন তৃণমূল সাংসদ দেব
গতকাল বিজেপি শিবিরে যোগ দিয়েছেন যশ দাসগুপ্ত (Yash Dasgupta)। টুইটে তাকে শুভেচ্ছা জানালেন দেব (Dipak Adhikari)
রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি নয়। সবসময়ই সৌজন্যতার রাজনীতিতে বিশ্বাস করেন সাংসদ তথা অভিনেতা দেব (Dipak Adhikari) । এইবার ও অন্যথা হলনা তার৷ সদ্য গেরুয়া শিবিরে যোগদান করা সতীর্থ যশ দাসগুপ্তকে শুভেচ্ছা জানাতে ভুললেন না সাংসদ দেব। রাজনৈতিক ময়দানে যশকে স্বাগত জানালেন তৃণমূল সাংসদ।
বহু জল্পনাকে সত্যি করে বুধবার তথা গতকালই গেরুয়া শিবিরে যোগদান করেন অভিনেতা যশ দাসগুপ্ত। মঞ্চে তার সাথে ছিলেন গেরুয়া শিবিরের পর্যবেক্ষক তথা নেতা কৈলাশ বিজয়বর্গীয়। উপস্থিত ছিলেন বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি মুকুল রায় ও। সকল কর্মীর সামলে যশের (Yash Dasgupta) হাতে দলের পতাকা তুলে দেন গেরুয়া শিবিরের বাংলা পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। রাজনৈতিক ময়দানে পা রাখা অভিনেতা যশকে স্বাগত জানিয়ে টুইট করেন তৃণমূল সাংসদ দেব। তিনি লেখেন,”ভাই, তোমায় রাজনৈতিক ময়দানে স্বাগত জানাই। কি হয়েছে আমাদের দলের আদর্শ আলাদা, তবু আমার শুভেচ্ছা তোমার সাথে রয়েছে৷” পাল্টা টুইটে ধন্যবাদ জানিয়েছেন অভিনেতা যশ ও। তিনি লেখেন,” ধন্যবাদ বন্ধু। আমাদের চিন্তাধারা আলাদা হলেও, উদ্দেশ্য একই। মানুষের জন্য কাজ করা। ”
প্রসঙ্গত, এর আগেও একাধিকবার সৌজন্যের রাজনীতির উদাহরণ হয়ে উঠেছেন দেব। বেশকিছুদিন আগে বিজেপি নেতা সৌমিত্র খাঁ তাকে হলদিয়ায় প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে আমন্ত্রণ জানালে, তখনও তার প্রতি সম্মান দেখিয়েই জবাব দিয়েছিলেন দেব। হলদিয়ার সভায় থাকতে পারবেন না জানিয়েছিলেন ঠিকই তবে তখনও সৌমিত্র খাঁর (Soumitra Kha) প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা দেখাতে ভোলেননি তৃণমূল সাংসদ, অভিনেতা।
অন্যদিকে যশ বিজেপিতে যোগ দিতেই এক দল নেটিজেন তাকে আক্রমণ করতে ছাড়েননি। কেউ লিখেছেন,” কত টাকায় আপনাকে কিনলেন দাদা?” কেউ বলেছেন,”দেখবেন কোনও মহিলা না বলেন, এই পুলিশ একে ধর।”