ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, সোমনাথ বিশ্বাস : কোনো দাম্পত্য জীবনই পরিপূর্ণ সুখের হয় না। সুখ আসে স্বামী স্ত্রীর মধ্যেকার সম্পর্ক কতটা ভালো, সম্পর্কটা নিয়ে তারা কতটা যত্নবান তার উপর নির্ভর করে। সুখী দাম্পত্য জীবন পেতে অনেক আগে থেকেই কিছু অভ্যাস প্রচলিত রয়েছে। দেখে নিন তেমনই কিছু অভ্যাস-
শ্রদ্ধাবোধঃ সমস্ত রকম সম্পর্ককে ভালো রাখতে গেলে যেটা সবচেয়ে বেশি করে দরকার সেটা হলো পারস্পরিক শ্রদ্ধাবোধ। সম্পর্ককে শ্রদ্ধা করা। একটি সম্পর্কে সঙ্গী বা সঙ্গিনীর পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকাটা খুবই জরুরি। তাহলেই দীর্ঘদিন টিকে যাবে কোনো সম্পর্ক।
খুশি থাকা-খুশি রাখাঃ কোনো সম্পর্ককে ভালো রাখতে গেলে সবার আগে নিজের সঙ্গী বা সঙ্গিনী কে খুশি রাখতে জানতে হয়। কিসে সে খুশি থাকে এটা জানা খুবই দরকারী। সঙ্গীর মেজাজকে ভালো রাখতে মজার কোনো কাজ করতে পারেন। এটা আপনার সম্পর্ককে অন্য মাত্রায় পৌঁছে দেবে।
সঙ্গ দেওয়াঃ স্বামী-স্ত্রীর একে অপরকে সঙ্গ দেওয়ার উপকারিতা অনেক। সঙ্গ একজন আরেকজনের প্রতি মনোসংযোগ ও নির্ভরশীলতা বাড়ায়।
ভালো মুহুর্ত গুলো উপভোগ করাঃ আপনার সঙ্গীর সাথে কাটানো ভালো মুহুর্ত গুলো উপভোগ করুন। একসাথে সময় কাটালে যে ভালো মুহুর্ত গুলো তৈরি হচ্ছে সেগুলো উপভোগ করুন।
কৃতজ্ঞতা প্রকাশঃ সফল এবং সুখী দাম্পত্য জীবনের চাবিকাঠি সঙ্গীকে সাদরে গ্রহণ করা। তাই যেকোনো ভালো কাজের জন্য একে অন্যকে ধন্যবাদ বলার অভ্যাস গড়ে তুলুন। এতে করে সম্পর্কের ভিত আরও মজবুত হবে।