করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে বর্তমানে ম্যালেরিয়ার প্রতিষেধক হাইড্রোক্লোরোকুইন ও এইচআইভি-র ওষুধ রেমডেসিভির ব্যবহার পরীক্ষামূলক ভাবে। তবে কোন ওষুধই এখনও চূড়ান্ত সফল বলে প্রমাণিত হয়নি। এর মধ্যেই অক্সফোর্ডের গবেষকদের এক গবেষণায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য। অক্সফোর্ডের গবেষকদের পরীক্ষায় দেখা গেছে যে, কোভিড ১৯ সংক্রামিত ব্যক্তিদের অবস্থা মারাত্মক হয়ে প্রবল সংকটের মধ্যে পড়লে তাদের চিকিৎসায় কার্যকর হয়ে উঠছে স্টেরয়েড ডেক্সামেথাসোন। এই চিকিৎসায় সেরে ওঠার সংখ্যা এক তৃতীয়াংশ বলে দাবি করেছেন অক্সফোর্ডের বিজ্ঞানীরা।
সারা বিশ্বে ব্যাপক হারে বেড়ে চলেছে করোনা ভাইরাসের সংক্রমণ। অথচ, এই রোগের প্রতিষেধক হিসেবে সর্বজনগ্রাহ্য কোন ওষুধ আবিষ্কার করতে পারেনি চিকিৎসা বিজ্ঞান। ভাইরাসের সংক্রমণ রোধে প্রতিষেধক তৈরিতে নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা। ইতিমধ্যে, বেশ কিছু ওষুধ ও প্রতিষেধক টিকার ক্লিনিক্যাল ট্রায়ালও শুরু হয়েছে। তবে চূড়ান্ত সফলতা এখনও আসেনি। করোনা ভাইরাসের প্রতিষেধক হিসেবে নির্দিষ্ট কোন ওষুধকে এখনও স্বীকৃতি দেয়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থাও।
তবে অক্সফোর্ডের বিজ্ঞানীদের দাবি আশা জুগিয়েছে মানুষের মনে। করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ে ভর্তি হওয়া রোগীদের হালকা ডোজের স্টেরয়েড ডেক্সামেথাসোন প্রয়োগ করে খুব সহজেই সেরে ওঠছেন। ইতিমধ্যে এক তৃতীয়াংশ রোগী সেরে উঠেছেন এই ওষুধ প্রয়োগে। মারাত্মক আক্রান্ত রোগীদের ওপর প্রয়োগে সফল হয়েছে এই ওষুধ, দাবি করেছেন অক্সফোর্ডের বিজ্ঞানীরা।