ভারতের সবচেয়ে সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির একাধিক শখের মধ্যে রয়েছে বাইক সংগ্রহ করার বাতিক। মহেন্দ্র সিং ধোনির গ্যারেজে ইতিমধ্যে স্থান পেয়েছে ৫০ উর্ধ্ব বাইক। পৃথিবীর সবচেয়ে সেরা বাইক রয়েছে মহেন্দ্র সিং ধোনির সংগ্রহে। সম্প্রতি, সেই সংগ্রহে যুক্ত হয়েছে আরও একটি সুপার বাইক। যার ছবি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছে। আজকের নিবন্ধে আমরা আপনাদের জানাতে চলেছি, ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সংগ্রহে কি বাইক যুক্ত হয়েছে এবং দাম কত? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক-
ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি তার সংগ্রহে যুক্ত করেছেন Jawa 42 Bobber নামের একটি সুপার বাইক। নিবন্ধের শুরুতে আমরা আপনাদের জানিয়ে রাখি, বুলেটের চেয়ে এই বাইকের দাম কম হওয়ার কারণে আপনিও আপনার সংগ্রহে যুক্ত করতে পারেন এই সুপার বাইকটি। উল্লেখ্য, এই মুহূর্তে ভারতের বাজারে Jawa 42 Bobber বাইকটির প্রারমিক মূল্য ২.৫ লাখ টাকা থেকে শুরু হয়।
আজকের নিবন্ধে যদি Jawa 42 Bobber বাইকের অবিশ্বাস্য কিছু বৈশিষ্ট্য সম্পর্কে বলি, তবে প্রথমেই আমরা আপনাদের বলে রাখি এই বাইকে ৩৩৫সিসি লিকুইড কুল্ড ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। পাশাপাশি, শক্তিশালী এই ইঞ্জিনটি নিয়ন্ত্রণ করার জন্য ৬ গতির গিয়ার বক্স ব্যবহার করা হয়েছে। যদি এই ইঞ্জিনের শক্তির কথা বলি, তবে এই ইঞ্জিনটি ১৯ বিএইসপি শক্তি এবং ৩২ নিউটন মিটার টর্ক জেনারেট করতে পারে।
এছাড়া যদি গাড়িটির ডিজাইনের কথা বলি, তবে এতে সিঙ্গেল সিট ব্যবহার করা হয়েছে। যা গাড়িটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। এর সাসপেনশন সেটআপ এতটাই আরামদার যে, আপনি চাইলে সহজেই দীর্ঘ দূরত্ব অতিক্রম করার জন্য গাড়িটি ব্যবহার করতে পারবেন। এছাড়া গাড়িটির মূল্য সাশ্রয় হওয়ার কারণে এটি আপনার কাছে একটি আকর্ষণীয় হয়ে উঠতে পারে।
Paul Weller has been announced as the final headline act for this summer’s Ludlow Castle…
Actor Michael Sheen is set to front a new BBC documentary exploring claims of chemical…
Quinton Aaron, best known for portraying NFL star Michael Oher in the Oscar-nominated film The…
HBO’s A Knight of the Seven Kingdoms is carving out its own identity within the…
BBC Radio Guernsey presenter John Randall has died at the age of 68 following a…
The hit BBC reality series The Traitors is making a bold leap from television to…