ইন্দোরে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ জয়লাভ করার সঙ্গে সঙ্গেই আরও একটি রেকর্ডের অধিকারী হয়ে গেলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। অধিনায়ক হিসাবে বিপক্ষ দলকে দশবার এক ইনিংস ও তার বেশি রানে হারানোর রেকর্ড করে ফেললেন বিরাট কোহলি। সেই সঙ্গে ভাঙলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির রেকর্ড।
ইন্দোরে প্রথম টেস্টে বাংলাদেশকে ইনিংস ও ১৩০ রানে হারায় ভারত। এর আগে টেস্ট ক্রিকেটে ভারতীয় ক্যাপ্টেন হিসেবে মহেন্দ্র সিংহ ধোনি ৯ বার, মহম্মদ আজহারউদ্দিন ৮ বার এবং সৌরভ গঙ্গোপাধ্যায় ৭ বার বিপক্ষ দলকে ইনিংস পরাজয় করিয়েছেন। ১০ বার এই কৃতিত্ব অর্জন করে বিরাট কোহলি বর্তমানে এই তালিকায় শীর্ষে রয়েছেন।
বিরাট কোহলি নেতৃত্বাধীন এই ভারত বিশ্বের যেকোনো প্রান্তে যেকোনো পরিস্থিতিতে টেস্ট ম্যাচ জিততে পারে বলে মনে করেন ক্রিকেট বিশেষজ্ঞরা। প্রথম টেস্টে বাংলাদেশকে হারিয়ে ৩০০ অঙ্ক নিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষস্থানে ভারত। ছয় ম্যাচ খেলে ভারতের সংগ্রহ এই ৩০০ অঙ্ক।