কলকাতায় কংগ্রেসের নাগরিকত্ব বিল বিরোধী মিছিলে ধুন্ধুমার, গ্রেপ্তার কয়েকজন কংগ্রেস কর্মী
গতকাল লোকসভার পর রাজ্যসভায়ও পাশ হয়েছে নাগরিকত্ব সংশোধনী বিল। বৃহস্পতিবার সেই বিলের বিরোধিতায় শহরে মিছিল করলো কংগ্রেস। আর এই মিছিল ঘিরেই তৈরি হয় উত্তেজনা। জানা যাচ্ছে, কংগ্রেসের মিছিল এদিন বিজেপির সদর দপ্তরের সামনে এলেই মিছিল থেকে মোদী বিরোধী স্লোগান উঠে। অভিযোগ এই স্লোগান উঠার পরেই বিক্ষোভের উপর চড়াও হয় বিজেপি কর্মী সমর্থকরা।
নাগরিকত্ব বিলের বিরোধিতায় বৃহস্পতিবার দুপুরে পথে নামে কংগ্রেস। শুধু নাগরিকত্ব বিলই নয়, এরসাথে রাজ্যের মেয়াদ উত্তীর্ণ পুরসভা গুলিযে নির্বাচনের দাবিও ছিল। যুব কংগ্রেস নেতা সাদাব খান বলেন, ‘নাগরিকত্ব বিল সংবিধান বিরোধী। বাংলায় এনআরসি হলে বাংলার সম্প্রীতির পরিবেশ নষ্ট হবে। এছাড়া মেয়াদ উত্তীর্ণ পুরসভা গুলোতে ভোট করা নিয়ে সরকার টালবাহানা করছে। এই দুটি বিষয় নিয়েই আজ আমাদের পথে নামা।’
এদিন মহম্মদ আলি পার্ক থেকে ওই মিছিল শুরু হয়ে কলকাতা কর্পোরেশন পর্যন্ত যাওয়ার কথা ছিল। মহম্মদ আলি পার্ক থেকে শুরু হয়ে মিছিল যখন বিজেপির রাজ্য দপ্তরের সামনে পৌঁছায় তখনই ঘটে অপ্রীতিকর ঘটনা। প্রচুর পুলিশ মোতায়েন থাকলেও রোখা যায়নি অশান্তি।
কংগ্রেস কর্মীদের অভিযোগ বিজেপির রাজ্য দপ্তরের সামনে পৌঁছাতেই বিজেপি সমর্থকরা লাঠি, জলের বোতল ছোঁড়ে। তাতে বেশ কয়েকজন কংগ্রেস কর্মী আহত হয়। বিজেপি কর্মীদের অভিযোগ মিছিল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধী স্লোগান দেওয়া হচ্ছিল, এবং কংগ্রেস কর্মীরাই প্রথম তাদের উপর হামলা চালানো হয়।
এই পরিস্থিতিতে চাঁদনি চোখের ই-মলের সামনে ব্যারিকেড করে মিছিল আটকে দেয় পুলিশ। তখন সেখানেই শুয়ে পড়ে কংগ্রেস কর্মীরা। এরপর পরিস্থিতি সামাল দিতে বেশ কয়েকজন কে গ্রেপ্তার করে পুলিশ।