Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

প্রথম জামাইষষ্ঠীতে দীপঙ্করের জন্য স্পেশাল মেনু, শাশুড়িকে উপহার দিলেন ডার্ক চকলেট

কৌশিক পোল্ল্যে: প্রথম জামাইষষ্ঠী বলে কথা, একটু আড়ম্বর না থাকলে কি চলে! তবে সবটাই মাটি করে দিয়েছে এই লকডাউন। তবু বিয়ের পর প্রথম জামাইষষ্ঠীতে শাশুড়ির হাতের রান্না খাওয়া বাদ যাবে…

Avatar

কৌশিক পোল্ল্যে: প্রথম জামাইষষ্ঠী বলে কথা, একটু আড়ম্বর না থাকলে কি চলে! তবে সবটাই মাটি করে দিয়েছে এই লকডাউন। তবু বিয়ের পর প্রথম জামাইষষ্ঠীতে শাশুড়ির হাতের রান্না খাওয়া বাদ যাবে কেন? তাই অভিনেত্রী দোলন রায়ের মা তার জামাইয়ের জন্য রান্না করে পাঠিয়ে দিলেন স্পেশাল মেনু।

লকডাউনে প্রত্যেকেই গৃহবন্দি কাজেই শ্বশুড়বাড়ি যাওয়া যাবে না কোনোমতেই, তাই নতুন জামাইয়ের জন্য এমনটাই আয়োজন দোলনের মায়ের। জামাইও শাশুড়ির প্রতি খুব কেয়ারিং, ভালোবেসে তার জন্য পাঠালেন ডার্ক চকলেট, রিটার্ন গিফট হিসেবে। এসপিডিসহ নানান শারীরিক সমস্যা থাকায় মিষ্টি একেবারেই খাবারের তালিকা থেকে বাদ দিয়েছেন দীপঙ্কর তাই শাশুড়ি রাঁধলেন তার প্রিয় পদ মটনকষা। সেটিই তৃপ্তি করে খেলেন অভিনেতা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

নানান বাধাবিপত্তি পেরিয়ে দীর্ঘদিন লিভ-ইন সম্পর্কে থাকার পর বছর ৭৫এর দীপঙ্কর ও ৪৯এর দোলন বিবাহবন্ধনে আবদ্ধ হন। এবছরই সম্পন্ন হয় তাদের শুভবিবাহ, বিয়ের পর চুটিয়ে সংসার করছেন দুজনেই। এটিই তাদের প্রথম জামাইষষ্ঠী। দুর থেকে হলেও দোলনের মা সবটুকু দায়িত্ব নিজহাতে পালন করলেন মেয়ে জামাইয়ের জন্য।

বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় জর্জরিত দীপঙ্কর বিয়ের পরদিনই অসুস্থ হয়ে পড়েন যদিও তারপর চিকিৎসায় তিনি সুস্থ হয়ে ওঠেন। ইদানিং পর্দায় খুব একটা কাজ করতেও দেখা যায় না তাকে, অন্যদিকে দোলন ‘আলো ছায়া’ ধারাবাহিকে একটি গুরুত্বপূর্ন চরিত্র অভিনয় করেন। লকডাউনে বন্ধ সবটুকুই, এর মেয়াদ শেষ হলেই খুলবে স্টুডিওপাড়ার দরজা।

About Author