যদিও আগেই ঘোষণা করা হয়েছিল তবে তা মান্যতা পেলো সোমবার থেকে। এবার থেকে ২৪ ঘণ্টার জন্য চালু হয়ে যাচ্ছে ন্যাশনাল ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার বা NEFT। সুফল হিসেবে যে কোনও সময় এই পদ্ধতিতে ডিজিটাল লেনদেন বা টাকা ট্রান্সফার করা যাবে। আগে শুধু ব্যাংকিং করার সময় অনুযায়ী এটি করা যেত।
সময়সীমা ছিল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এবং ছুটির দিনে ব্যবহার করা যেতো না। গ্রাহকদের করা অভিযোগের ভিত্তিতে পদ্ধতি পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছিল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। তাই “২০২১ পেমেন্ট সিস্টেম পরিকল্পনা” অনুযায়ী NEFT পরিষেবাকে ২৪X৭-এর জন্য চালু করলো RBI।
আরও পড়ুন : আর ব্যবহার করা যাবে না পুরনো ATM কার্ড, ঘোষণা স্টেট ব্যাংকের
জেনে নেওয়া যাক কি এই RTGS ও NEFT। সাধারণত ব্যাংক অ্যাকাউন্ট থেকে দু’ভাবে টাকা ট্রান্সফার করা যায়-
১) রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট সিস্টেম বা RTGS
২) ন্যাশনাল ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার বা NEFT
এদের মধ্যে RTGS-এ যে কোনও অ্যাকাউন্টে সঙ্গে সঙ্গে টাকা পাঠানো যায়।কিন্তু এক্ষেত্রে সামান্য চার্জ দিতে হয়। আর অন্যদিকে, NEFT-র ক্ষেত্রে কিছুটা সময় লাগে।কিছু সময়ে লেনদেন সম্পূর্ণ হতে ২৪ ঘণ্টাও লেগে যায়।