Aadhaar Card: PIN মুখস্থ রাখার দরকারই নেই, আধার কার্ড দিয়েই সহজে করুন ডিজিটাল লেনদেন
গোটা দেশে ডিজিটালাইজেশন হওয়ার সঙ্গে সঙ্গে গুরুত্ব বেড়েছে আধার কার্ডের (Aadhaar Card)। দেশে ইউপিআই আসার পর থেকে ডিজিটাল লেনদেনে সুবিধা হয়েছে। তবে এক্ষেত্রে একটু সমস্যা শুরু হয়েছে। ইউপিআই দিয়ে ব্যাঙ্ক খাতায় টাকা জমা করা সম্ভব নয়। উপরন্তু পিন মুখস্থ রাখাও সমস্যার বিষয় হয়ে দাঁড়ায় অনেকের কছে। তাই এই প্রতিবেদনে খোঁজ রইল এমন এক পদ্ধতির যার মাধ্যমে পিন মনে রাখার দরকারই নেই। বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি পুরোটা পড়ুন।
কথা হচ্ছে আধার এনাবলড পেমেন্ট সিস্টেমের ব্যাপারে। এই পদ্ধতিতে ডিজিটাল লেনদেন করতে প্রয়োজন হবে আধার কার্ডের। মূলত এই পদ্ধতির সাহায্যে যারা বাড়ি ছেলে ব্যাঙ্কের কাজ করছেন, বা কোনো ব্যাঙ্কের ব্রাঞ্চে সরাসরি উপস্থিত না হয়ে কাজ হাসিল করা যায় এই পদ্ধতিতে। এই সমস্ত ব্যাঙ্কিং সুবিধাগুলি পেতে শুধুমাত্র প্রয়োজন হবে আধার কার্ড এবং বায়োমেট্রিক পরিচয়ের।
উল্লেখ্য, এই সিস্টেমে আধার নম্বর দিয়ে এবং আঙুলের ছাপ প্রমাণ পত্র হিসেবে ভেরিফিকেশন করে ডিজিটাল লেনদেন করা যায়। এতে ব্যাঙ্ক সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে না হওয়ায় ডিজিটাল লেনদেনের এই পদ্ধতিটি বেশ সুরক্ষিত। আধার ভেরিফাই করে এটিএম এবং মোবাইলে অনলাইন টাকা পাঠানো যায় এই পদ্ধতিতে। তবে এই পদ্ধতির সুবিধা পেতে হলে একাধিক ব্যাঙ্কের সঙ্গে আধারকে লিঙ্ক করাতে হবে। যেকোনো ব্যাঙ্কে গিয়েই এই কাজ করানো যাবে।
ব্যাঙ্কের সঙ্গে আধার লিঙ্ক করানো থাকলে কোনো ব্যাঙ্ক কর্মীকে বাড়িতে ডেকে মিনি এটিএম মেশিনে আধার নম্বর দিয়ে এবং আঙুলের ছাপ স্ক্যান করে ডিজিটাল লেনদেন করা যাবে। আর যদি ব্যাঙ্কের সঙ্গে আধার লিঙ্ক না করা থাকে তবে ব্যাঙ্কে গিয়ে একটি ফর্ম ফিল আপ করতে হবে। এরপরেই ব্যাঙ্কের সঙ্গে আধার লিঙ্ক হয়ে যাবে এবং তারপরেই এই বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন গ্রাহকরা।