মুখ্যমন্ত্রী শিক্ষকদের নালায় ফেলে দিয়েছেন, পার্শ্বশিক্ষকদের আন্দোলনকে সমর্থন করে বললেন দিলীপ

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) শিক্ষকদের নালায় ফেলে দিয়েছেন। গতকাল আদিগঙ্গা নেমে পার্শ্ব শিক্ষকদের বিক্ষোভ প্রসঙ্গে মন্তব্য করেছিলেন দীলিপ ঘোষ (Dilip Ghosh)। তিনি বলেন, "মুখ্যমন্ত্রী মাস্টারমশাইদের নালায় ফেলে দিয়েছেন। ওই…

Avatar

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) শিক্ষকদের নালায় ফেলে দিয়েছেন। গতকাল আদিগঙ্গা নেমে পার্শ্ব শিক্ষকদের বিক্ষোভ প্রসঙ্গে মন্তব্য করেছিলেন দীলিপ ঘোষ (Dilip Ghosh)। তিনি বলেন, “মুখ্যমন্ত্রী মাস্টারমশাইদের নালায় ফেলে দিয়েছেন। ওই নালায় কত সমস্যায় পড়লে মানুষে নামে।” প্রতিদিনের মতো বুধবারেও ইকোপার্কে প্রাতঃভ্রমণ এবং পরে যোধপুর পার্কে চা চক্রে যোগ দিয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সেখান থেকে আবার রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক আক্রমণ করলেন দীলিপবাবু।

১) মুখ্যমন্ত্রী মাস্টারমশাইদের নালায় ফেলে দিয়েছেন। ওই দুর্গন্ধযুক্ত নালায় কত সমস্যায় পড়লে মানুষে নামে।

২) শিক্ষকদের যে দুরাবস্থা এই রাজ্যে আন্দোলনের জন্য হাইকোর্টের অনুমতি নিতে হচ্ছে। রাজ্যজুড়ে শিক্ষকদের অবস্থান বিক্ষোভ চলছে।

৩) ৬ বছর আগে টেটের পরীক্ষা হয়েছিল। আর এতদিন পরে ইন্টারভিউ হচ্ছে।

৪) হাস্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বাম কংগ্রেস জোটের প্রক্রিয়া সম্পন্ন। কিন্তু আব্বাস সিদ্দিকী দল হাতে থাকবে কিনা তা নিয়ে এখনও দোলাচলে রয়েছে বাম এবং কংগ্রেস। এই জোট সাধারণ মানুষের না, কয়েকজন নেতার অস্তিত্ব রক্ষার জোট।

৫) গত নির্বাচনে কংগ্রেস হাফ আর সিপিএম সাফ হয়েছে। এবারেও একই অবস্থা হবে।

৬) উত্তরপাড়ায় সরস্বতী পুজোর হুশিয়ারি দিয়ে যে পোস্টার পড়েছে, তা নিয়ে বজরং দল কে আগে জিজ্ঞেস করতে হবে এটা ওরা আদৌ করেছে কিনা।

৭) মুম্বাইয়ে মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) সঙ্গে আরএসএস প্রধান মোহন ভাগবত (Mohon Bhagwat) সাক্ষাৎ করেছিলেন। কিন্তু আর এস এস সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন। আরএসএস প্রধান মাঝেমধ্যেই অনেকের সঙ্গে দেখা করেন। এটাও সম্পূর্ণ সৌজন্য সাক্ষাতকার ছিল।