ফের বেলাগাম দিলীপ ঘোষ, লাঠি-গুলি মেরে জেলে ঢোকানোর হুমকি দিলেন বিরোধীদের
বিতর্কিত মন্তব্য ও দিলীপ ঘোষ যেন সমার্থক হয়ে উঠছে দিন দিন। বিরোধীদের প্রতি বরাবর আক্রমণাত্মক ভূমিকায় অবতীর্ণ হয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। এবার আরও একবার বিরোধীদের প্রতি লাগামছাড়া মন্তব্য করলেন তিনি। নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতা করলে সরাসরি খুন বা জেলে ঢোকানোর হুমকি দিলেন মেদিনীপুরের এই বিজেপি সাংসদ।
নদিয়া জেলা বিজেপির ডাকে নাগরিকত্ব সংশোধনী আইনের সমর্থনে অভিনন্দন যাত্রায় যোগ দিয়ে বিরোধীদের প্রতি হুমকি দেন দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘বিজেপিশাসিত রাজ্যগুলিতে হিংসা সৃষ্টিকারীদের গুলি করে মেরেছে সরকার। উত্তরপ্রদেশ ও আসামে কুকুরের মতো গুলি করে মারা হয়েছে। এখানেও লাঠি মেরে, গুলি চালিয়ে ও জেলে ভরে সবাইকে ঠান্ডা করে দেব।’
আরও পড়ুন : বাংলায় মমতাকে ছাড়াই প্রধানমন্ত্রীর বড়সড় ঘোষণা, বিক্ষোভ বিরধীদের
দিলীপ ঘোষের এমন মন্তব্যের পরই তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে বঙ্গ রাজনীতিতে। মন্তব্যের বিরোধিতা করেছে বাম, কংগ্রেস ও তৃণমূল। পরিষদীয় বাম দলের নেতা সুজন চক্রবর্তী জানান, ‘তৃণমূল সরকার ও মমতার সৌজন্যেই এতটা বাড়াবাড়ি করার সাহস পাচ্ছে ওরা। জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার থাকলে এদের মাথা তোলার সাহস হতো না।’
দিলীপ ঘোষের বক্তব্যের সূত্র টেনে কেন্দ্র সরকারকে আক্রমণ করেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। বলেন, ‘উত্তরপ্রদেশ সরকার গুলি চালনার কথা স্বীকার করেনি। তবে ওদের নেতারা যখন স্বীকার করছেন তখন আমরা সংসদে কেন্দ্র সরকারকে প্রশ্ন করবো। উত্তরপ্রদেশে যা ঘটেছে তার সত্যতা প্রকাশ হওয়া উচিত।’
আরও পড়ুন : বাংলায় বিজেপি নিয়ে বড়সড় খবর
তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ও কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেন। বলেন, ‘মানসিক ভারসাম্যহীনদের কথায় গুরুত্ব দিতে নেই।’ তৃণমূল কর্মীদের বিজেপির প্ররোচনায় পা না দেওয়ার বার্তা দেন তিনি।