‘ইভিএমেও হারাব, ব্যালটেও হারাব’, ধর্না মঞ্চ থেকে মমতাকে হুঙ্কার দিলীপের

পশ্চিমবঙ্গ : প্রথম থেকেই ২০২১-এর ভোটকে পাখির চোখ করে রেখেছে বিজেপি। বাংলায় নিজের আধিপত্য বিস্তার করার জন্য বহুদিন ধরেই নিজেদের রণ কৌশল সাজিয়েছে বিজেপি। এমনকি এর পাশাপাশি বিরোধী প্রতিদ্বন্দ্বী দল তৃণমূলকেও বাক্যবাণে বিঁধতে ছাড়েনি। এসবের মধ্যে এদিন আবার রাজ্য বিজেপির সভাপতি দিলিপ ঘোষ তৃণমূলকে নিশানা করে বলেন  “ইভিএমেও হারাব। ব্যালটেও হারাব”।

আজ রাজ্যজুড়ে বিজেপির “গণতন্ত্র বাঁচাও” কর্মসূচি। আর এই কর্মসূচিকে কেন্দ্র করে জেলায় জেলায় বিভিন্ন জায়গায় চলছে বিজেপির ধর্না । ধর্নায় বসেছেন বিজেপির কর্মী, সমর্থকরা। তার মধ্যেই পুলিশের হুমকি আসা সত্ত্বেও ডোন্ট কেয়ার মোডেই আছে বিজেপির সমর্থকরা।

প্রতিবারের মতন এদিনও বিজেপির এই গণতন্ত্র বাঁচাও কর্মসূচিতে অংশ নেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মঞ্চে এসেই প্রথম আক্রমণ করে তৃণমূলকে। তৃণমূলকে বাক্য বানে নিশানা করে নানান কথা শোনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও। তিনি বলেন, “বাধ্য হয়েই রাস্তায় নেমেছি। বহু জায়গায় ধর্না মঞ্চ ভেঙে দিয়েছে পুলিস। গ্রেফতার করেছে। রাজ্যে কোনওরকম কোনও গণতন্ত্র নেই। নির্বাচন করলে তৃণমূল হেরে যাবে, তাই ভয় পাচ্ছে। ভয়ে নির্বাচন করছে না।”

প্রসঙ্গত বেশ কিছুদিন ধরেই দেশের জেইই এবং নিট পরীক্ষাকে কেন্দ্র করে বিজেপির প্রতি একাধিক বার নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। বার বার দেশের মানুষকে ঠকানোর মতন প্রসঙ্গ নিয়েও তোপ দাগা হয় কেন্দ্রীয় সরকারকে। আর আজ এসবেরই ফলস্বরূপ ক্ষোভ উগড়ালেন দিলীপ ঘোষ। সবমিলিয়ে ২০২১ এর দিন যতই এগিয়ে আসছে ততোই বাড়ছে উত্তেজনার পারদ, সাথে বাড়ছে তৃণমূল বিজেপির হাড্ডাহাড্ডি লড়াই।