গতকাল পশ্চিমবঙ্গে এসেছেন অমিত মালব্য। ঠিক তারপর দিনই প্রশান্ত কিশোরকে উদ্দেশ্য করে তৃণমূলকে বিঁধলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। আজ তথা মঙ্গলবার তৃণমূলের কৌশল নির্ধারণকারী প্রশান্ত কিশোরকে ভাড়াটে সৈনিক বলে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি। তবে পালটা উত্তরে অমিত মালব্যের বিচক্ষণতা নিয়ে প্রশ্ন তুলতে দেখা গিয়েছে সাংসদ সৌগত রায়কে।
এইদিন নিউটাউনের ইকোপার্কে ভ্রমণ করতে গিয়েছিলেন দিলীপ ঘোষ। এর পরেই সাংবাদিক দের সাথে কথা বলেন তিনি। এইদিন অমিত মালব্যের বিষয়ে জিজ্ঞেস করা হলে দিলীপবাবু বলেন,” তথ্য প্রযুক্তির দিকে আরও জোর দিচ্ছে দল। সোশ্যাল মিডিয়ায় চিরকালই এগিয়ে আমরা। তবে আরও আধুনিক করা হচ্ছে, অনেক আধুনিক প্রযুক্তি আসছে। মানুষের কাছে পৌঁছাতে যা যা দরকার সবটাই আমরা করতে চলেছি। তাই জন্যই আইটি সেলের প্রধানকে এখানে আনা হয়েছে। এছাড়া অন্যদিকে প্রস্তুতি রয়েছে নির্বাচনেরও। সেদিকেও এগিয়ে চলেছি আমরা। তারপরই শুরু হবে পর্যালোচনা সাংবিধানিক বৈঠক।”
তারপরই প্রশান্ত কিশোরের কথা তুলে তিনি বলেন,”পিকে কি বাংলার সবটাই জেনে গিয়েছেন। না কি? টাকা দিয়ে আমরা সৈন্য আনিনা। আমাদের কর্মীরা রক্ত জল করে নিজের দলের হয়ে কাজ করছেন। আমাদের আবার ভাড়াটিয়া সৈন্যের দরকার হয়না।”
তবে কেবল দিলীপই নন, অন্যদিকে নিজের মন্তব্য রেখেছেন সাংসদ অধ্যাপক সৌগত রায়ও। এইদিন সংবাদমাধ্যমকে তিনি বলেন,”আমিত মালব্য তো কোনদিন নিজে নির্বাচনেই দাঁড়াননি। আর জেতেননি ও। তাই তিনি কি করবেন কোথায় তা নিয়ে আমরা কেন মাথা ঘামাবো?”